সূর্যবংশীর বন্ধুর ১৩৪ বল ৪১ চার ২২ ছক্কা ৩২৭ রান

স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০২৫, ১৯:৫৮
শেয়ার :
সূর্যবংশীর বন্ধুর ১৩৪ বল ৪১ চার ২২ ছক্কা ৩২৭ রান

১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীর আইপিএল ঝড়ের রেশ কাটতে না কাটতেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন তারই ঘনিষ্ঠ বন্ধু আয়ান রাজ। ১৩ বছর বয়সী এই কিশোর সম্প্রতি জেলা ক্রিকেট লিগে ৩০ ওভারের ম্যাচে বিস্ফোরক এক ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে সবাইকে চমকে দিয়েছেন। ১৩৪ বল মোকাবিলা করে আয়ান করেন ৩২৭ রান। তার এই ইনিংসটি সাজানো ছিল ৪১টি চার ও ২২টি ছক্কায়, অর্থাৎ শুধু বাউন্ডারিই ২৯৬ রান!

মুজাফফরপুরে অনুষ্ঠিত ওই লিগ ম্যাচে সংস্কৃতি ক্রিকেট একাডেমির হয়ে খেলে আয়ান দেখিয়েছেন ২২০.৮৯ স্ট্রাইক রেটের এক মারকাটারি ইনিংস, যা তাকে ভারতের উঠতি ক্রিকেটারদের মধ্যে আলোচনায় নিয়ে এসেছে। এই তরুণ ব্যাটার স্বপ্ন দেখছেন বড় মঞ্চে খেলার, ঠিক যেভাবে তার অনুপ্রেরণা বৈভব সূর্যবংশী ইতোমধ্যেই জায়গা করে নিয়েছেন ক্রিকেট বিশ্বের আলোচনায়।

আয়ান বলেন, ‘আমি যখনই বৈভব ভাইয়ের সঙ্গে কথা বলি, একটা ভিন্ন অনুভূতি হয়। আমরা ছোটবেলায় একসঙ্গে খেলেছি। আজ সে তারকা হয়ে গেছে, আমিও তার পথ অনুসরণ করছি।’

বৈভব সূর্যবংশী নিজেও ব্যতিক্রম নন। মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে অভিষেক হয়েছে তার। ১ কোটি ১০ লাখ রুপিতে দল পাওয়া সূর্যবংশী আইপিএলের ইতিহাসে নিলামে দল পাওয়া সবচেয়ে কম বয়সী ক্রিকেটার।

প্রথম ম্যাচেই ছক্কা মেরে নিজের আগমনী জানান দেওয়ার পর গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩৫ বলে শতরান করে রীতিমতো ইতিহাস গড়েছেন। ১৪ বছর ৩২ দিন বয়সে সেই সেঞ্চুরি আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম এবং টি-টোয়েন্টিতে ১৮ বছরের কম বয়সীদের মধ্যে প্রথম।

আইপিএলে ঝড় তোলার পর বৈভব ডাক পেয়েছেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলেও। আর তারই ছায়াপথে এগিয়ে চলেছেন বন্ধু আয়ান রাজ। আয়ানের বাবা এক সময় ক্রিকেট খেললেও জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করতে পারেননি। সেই অপূর্ণ স্বপ্নই যেন বাস্তব করে তুলতে চাইছেন এই কিশোর প্রতিভা। পরিবারের সমর্থনে এগিয়ে চলা আয়ানের চোখে এখন একটাই লক্ষ্য—একদিন ভারতের হয়ে খেলা।