অবশেষে পাকিস্তানের কোচিং ছাড়ার কারণ জানালেন কারস্টেন
পাকিস্তান ক্রিকেট দলের সাদা বলের সাবেক প্রধান কোচ গ্যারি কারস্টেন অবশেষে মুখ খুললেন পদত্যাগের কারণ নিয়ে। দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাস পরই পদত্যাগ করেছিলেন দক্ষিণ আফ্রিকার এই বিশ্বকাপজয়ী কোচ। এতদিন নীরব থাকলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, দল নির্বাচন ও সিদ্ধান্ত গ্রহণে কোচ হিসেবে তার ভূমিকা ছিল না বললেই চলে, আর সেটিই তাকে পদত্যাগে বাধ্য করেছে।
উইজডেন ক্রিকেট প্যাট্রিয়ন পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে কারস্টেন বলেন, ‘আমি দ্রুত বুঝতে পেরেছিলাম, পাকিস্তানের কোচ হিসেবে আমার প্রভাব খুব সীমিত। দল নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরিয়ে দেওয়া হলে একজন কোচ কতটুকুই বা করতে পারে?’
তিনি আরও বলেন, ‘আমি খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে চাই। তাদের পাশে থাকতে চাই। কিন্তু যখন বাইরে থেকে নানা হস্তক্ষেপ চলে, তখন কোচিংয়ের আসল উদ্দেশ্যটাই হারিয়ে যায়।’
কারস্টেন জানান, তিনি পাকিস্তানের খেলোয়াড়দের খুবই পছন্দ করেন এবং তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল দারুণ, কিন্তু সঠিক পরিবেশের অভাবে খুব বেশি দূর এগোনো সম্ভব হয়নি।
কারস্টেনের মতোই হতাশ হয়েছিলেন লাল বলের কোচ জেসন গিলেস্পিও। তাকে ও কারস্টেনকে দল নির্বাচনের বাইরে রাখা হয়, যার জেরে দায়িত্ব ছাড়েন দুজনই। পরে গিলেস্পি প্রকাশ্যে ক্ষোভ ঝাড়েন এবং আকিব জাভেদের বিরুদ্ধে কোচিংয়ের পদ হাতিয়ে নেওয়ার অভিযোগ তোলেন।
সবশেষে পিসিবি আকিব জাভেদকে সরিয়ে দায়িত্ব দিয়েছে নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসনের হাতে। প্রথম অ্যাসাইনমেন্টেই বাংলাদেশকে ৩–০ ব্যবধানে হারিয়ে ভালো সূচনা করেছেন তিনি।
কারস্টেন অবশ্য ভবিষ্যতে আবারও পাকিস্তানের কোচ হতে ইচ্ছুক, তবে সেটি নির্ভর করবে কাজের পরিবেশ কেমন হবে তার ওপর, ‘আমি খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে ভালোবাসি। কিন্তু আমি এখন এমন বয়সে এসেছি, যেখানে রাজনীতি নয়, শুধুই ক্রিকেট নিয়ে কাজ করতে চাই।’