বিশ্বকাপের লক্ষ্যে গাত্তুসোকে নিয়োগ দিল ইতালি
ইতালিয়ান ফুটবলকর্তা জিয়ানলুইজি বুফন আগেই ঘোষণা করেছিলেন জেনারো গাত্তুসোর নাম। এবার ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল, গাত্তুসোকেই নিয়োগ দেওয়া হয়েছে ইতালির কোচ হিসেবে।
ইতালির হয়ে একসময়ে আলো ছড়িয়েছেন গাত্তুসো। চারটি বিশ্বকাপজয়ী ইতালি তাদের সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ২০০৬ সালে। সেবার ইতালির মাঝমাঠের প্রাণভোমরা ছিলেন এই গাত্তুসো। আগামী বৃহস্পতিবার রোমের পারকো দেই প্রিন্সিপাল হোটেলে ইতালি কোচ হিসেবে সাবেক এই মিডফিল্ডারকে পরিচয় করিয়ে দেওয়া হবে।
পরপর দুটি বিশ্বকাপের টিকিট পায়নি ইতালি। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের শুরুতেও বড় ধাক্কা খেতে হয়। নরওয়ের কাছে ৩-০ গোলে হেরে বসে আজ্জুরিরা। ওই হারের ২৪ ঘণ্টার মধ্যেই লুসিয়ানো স্পালেত্তিকে সরে যাওয়ার ইঙ্গিত দেওয়া হয়। মলদোভার বিপক্ষে বিদায়ী ম্যাচ জিতে সরে যেতে হয় তাকে। কয়েক দিনের মধ্যেই তার শূন্যস্থান পূরণ করল ইতালি।
গাত্তুসো ইতালির হয়ে ৭৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং ২০০৬ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। সম্প্রতি তিনি ক্রোয়েশিয়ার ক্লাব হাইদুক স্প্লিট ছাড়েন পারস্পরিক সমঝোতায়, যেখানে তিনি দলকে লিগে তৃতীয় স্থানে শেষ করতে সাহায্য করেন।
২০১৩ সালে সুইস ক্লাব সিয়নের খেলোয়াড়-ম্যানেজার হিসেবে গাত্তুসো তার কোচিং ক্যারিয়ার শুরু করেন। তবে মাত্র ১০ ম্যাচের মধ্যে দুটি জিতে বরখাস্ত হন। এরপর তার কোচিং ক্যারিয়ারে তিনি দায়িত্ব পালন করেছেন নয়টি ক্লাবে, যার মধ্যে রয়েছে এসি মিলান, নাপোলি, ভ্যালেন্সিয়া ও মার্সেইয়ের মতো ক্লাব।
তার কোচিং ক্যারিয়ারে একমাত্র ট্রফি আসে ২০২০ সালে নাপোলির হয়ে কোপা ইতালিয়া জিতে। ২০২১ সালে ফিওরেন্তিনার কোচ হিসেবে নিয়োগ পেলেও মাত্র ২২ দিন পর পারস্পরিক সমঝোতায় সেই চুক্তি বাতিল হয়, ট্রান্সফার নীতিতে দ্বিমতের কারণে। ৪৭ বছর বয়সী গাত্তুসোর এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ইতালিকে ২০২৬ বিশ্বকাপে তুলে নেওয়া।