৪৫০ রানের টি-টোয়েন্টি ম্যাচে উইন্ডিজের বড় জয়

স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০২৫, ০৯:৪০
শেয়ার :
৪৫০ রানের টি-টোয়েন্টি ম্যাচে উইন্ডিজের বড় জয়

৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় তৃতীয় ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী। ওয়েস্ট-ইন্ডিজ ও আয়াল্যান্ডের মধ্যকার তৃতীয় ও শেষ এই ম্যাচে দেখা গেল ছক্কাবৃষ্টি। তাতে প্রথমে ব্যাট করে ক্যারিবিয়ানরা করে ২৫৬ রান। জবাব দিতে নেমে ৭ উইকেটে ১৯৪ রানে থামে আইরিশরা। ৪৫০ রানের টি-টোয়েন্টি ম্যাচে উইন্ডিজের জয় ৬২ রানে। 

আয়ারল্যান্ডের ব্রেডি ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের ইনিংসে ২০টি ছক্কার পাশাপাশি ২০টি চার আদায় করে নেয় ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টিতে আর একবারই এর চেয়ে বেশি বাউন্ডারি আদায় করতে পেরেছে তারা। তাদের দুই শ রানই এসেছে বাউন্ডারি থেকে। আর আয়ারল্যান্ড তাদের ইনিংসে ১১ ছক্কার সঙ্গে ১৪টি চার আদায় করতে পেরেছে।

টসে হেরে ব্যাট করতে নেমে দুই ক্যারিবিয়ান ওপেনারই ঝোড়ো ফিফটি করেন। যদিও এভিন লুইস সেঞ্চুরিই পাননি একটুর জন্য। ২৯ বলে পঞ্চাশ স্পর্শ করা এই ওপেনার থামেন ৪৪ বলে ৯১ রান করে। ৭টি চারের পাশাপাশি ৮টি ছক্ক হাঁকান তিনি। আরেক পাশে ২৩ বলে ফিফটি করা অধিনায়ক শেই হোপ করেন ২৭ বলে ৫১ রান। চারটি করে ছক্কা ও চারে এই ইনিংস সাজান তিনি। একাদশ ওভারে উদ্বোধনী জুটি ভাঙার আগে তারা যোগ করেন ১২২ রান। 

তিন ও চার নম্বরে নামা রোভম্যান পাওয়েল আর শিমরন হেটমায়ার বেশিক্ষণ না টিকলেও তাণ্ডব চালান পাঁচে নামা কেসি কার্টি। ২২ বলে হাফ সেঞ্চুরির মাত্র এক রান কমে অপরাজিত থাকেন তিনি। ৪টি করে চার ও ছক্কা এসেছে তার উইলো থেকে। এরপর জেসন হোল্ডার ১৩ বলে ১৮ রান করে আউট হলেও ৬ বলে ৩ ছক্কায় ১৯ রানে অপরাজিত থাকেন রোমারিও শেফার্ড। 

রানবন্যার ম্যাচে ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ২ উইকেট নেন ম‍্যাথু হাসফ্রেজ। তাণ্ডব চলে লিয়াম ম‍্যাককার্থির ওপর। ৪ ওভারে ৮১ রান দেন তিনি। আয়ারল্যান্ডের হয়ে যেটি সর্বোচ্চ আর সব দেশ মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ। 

বিশাল রান তাড়ায় আয়ার‌ল্যান্ডের কেউ ফিফটি করতে না পারলেও দুই শ’র কাছাকাছি চলে যায় রস অ্যাডায়ার (৩৬ বলে ৪৮), হ্যারি টেক্টর (২৫ বলে ৩৮) ও মার্ক অ্যাডায়ারের (১৪ বলে ৩১*) ত্রিশোর্ধ্ব রানের ইনিংসে। ২৭ রানে ৩ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার আকিল।