স্পিডের সঙ্গে সাক্ষাতে রোনালদোকে নিয়ে মশকরা করলেন আগুয়েরো
পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর একনিষ্ঠ ভক্ত হিসেবে পরিচিত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আইশোস্পিড। ক্লাব বিশ্বকাপ চলাকালে এবার তার সঙ্গে আলাপকালেই রোনালদোকে নিয়ে মশকরা করলেন আর্জেন্টিনা ও ম্যানচেস্টার সিটির সাবেক স্ট্রাইকার সের্হিও আগুয়েরো।
ক্লাব বিশ্বকাপে খেলছে বিশ্বের বিভিন্ন প্রান্তের ৩২টি দল। সেখানে আছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামিও। তবে নেই রোনালদোর সৌদি ক্লাব আল-নাসর। আজ রবিবার সকালে আরেক সৌদি ক্লাব আল-আহলির সঙ্গে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ড্র করে মেসির মায়ামি।
আল-নাসর যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হলেও খেলার সুযোগ ছিল রোনালদোর সামনে। ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া যেকোনো দলের সঙ্গে স্বল্পমেয়াদী চুক্তি করলে তিনি টুর্নামেন্টে খেলতে পারতেন। তবে সেটি করেননি রোনালদো।
আজ ক্লাব বিশ্বকাপে তাই স্পিডের সঙ্গে আগুয়েরোর আলাপকালে কথা হয় রোনালদোকে নিয়েও। আগুয়েরো স্পিডকে জিজ্ঞেস করেন, ‘তুমি ক্রিস্টিয়ানোর খুব বড় ভক্ত, তাই না?’ স্পিডের রোনালদো ভক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করার পর, আর্জেন্টিনার সাবেক এই আন্তর্জাতিক খেলোয়াড় বলেন, ‘আমি এটাকে সম্মান করি, এটা ঠিক আছে। সে একজন ভালো খেলোয়াড়। তবে, অবশ্যই আমি (লিওনেল) মেসিকে পছন্দ করি।’
এরপরই রোনালদোকে নিয়ে মশকরা করে স্পিডকে ব্যঙ্গাত্মকভাবে আগুয়েরো জিজ্ঞাসা করেন, ‘রোনালদো এখন ক্লাব বিশ্বকাপে খেলছে নাকি খেলছে না? হয়তো তাকে টিভিতে দেখতে হবে।’
এরপর রোনালদোর পক্ষে কথা বলতে শুরু করেন স্পিড। তিনি জোর দিয়ে বলেন, পাঁচবারের ব্যালন ডি'অর বিজয়ী ২০২৬ বিশ্বকাপে পর্তুগালকে জয়ের পথে নিয়ে যাবেন। আগুয়েরো তখন ব্যঙ্গাত্মকভাবে ২০ বছর বয়সী এই তারকাকে জিজ্ঞাসা করেন, ‘(রোনালদো) কিছুদিন আগেই (ইউরো) জিতেছে, না? আহ, নেশনস লিগ... অভিনন্দন।’