আইপিএলে প্রথম দল নিয়ে বিস্ফোরক অভিযোগ ডি ভিলিয়ার্সের
আইপিএলে এবিডি ভিলিয়ার্সের নামের সঙ্গেই যেন জুড়ে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নাম। দীর্ঘ ১১টি মৌসুম এই ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার। তবে এটি তার প্রথম আইপিএল ফ্র্যাঞ্চাইজি নয়। বেঙ্গালুরুর আগে দিল্লির হয়ে খেলতেন ডি ভিলিয়ার্স। সে সময় দলের নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস।
এবার দিল্লির সেই ফ্র্যাঞ্চাইজিটি নিয়ে বিস্ফোরক এক অভিযোগ করলেন ডি ভিলিয়ার্স। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দলে প্রচুর বিষাক্ত লোকজন ছিলেন। কারা ছিলেন সেই বিষাক্ত ব্যক্তি?
এ প্রসঙ্গে ডি ভিলিয়ার্স বলেছেন, ‘তাদের নাম বলতে চাই না। তবে তারা চাইলে আগুন জ্বালিয়ে দিতে পারতেন। তাদের জন্যই দিল্লি সমস্যায় পড়েছিল। অনেক বিষাক্ত চরিত্র ছিল দলে। তিন বছর খুবই সমস্যার মধ্যে ছিলাম। দিল্লি দলে তেমন কেউই আমার পাশে ছিল না। দলে কয়েকজন বড় ক্রিকেটারও ছিলেন। সবটাই খারাপ ছিল, বলছি না। কিছু ভালো, কিছু খারাপ ছিল। তিক্ত অভিজ্ঞতাগুলো আমার স্পষ্ট মনে রয়েছে।’
২০০৮, ২০০৯ ও ২০১০ মৌসুমে দিল্লির হয়ে খেলেছেন ডি ভিলিয়ার্স। সেই সময়ে দিল্লিতে খেলার অভিজ্ঞতা নিয়ে তিনি আরও বলেছেন, ‘আমার ব্যক্তিগত এবং ক্রিকেটজীবনের বেশ খানিকটা গুরুত্বপূর্ণ সময় দিল্লিতে কেটেছে। গ্লেন ম্যাকগ্রা, ড্যানিয়েল ভেট্টরির মতো ক্রিকেটারদের সঙ্গে সময় কাটাতে পেরেছি। তারা আমার নায়ক ছিলেন। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলেছিলাম। ম্যাচটা ম্যাকগ্রাও খেলেছিলেন। তার বল খেলার সময় দমবন্ধ হওয়ার মতো অবস্থা হয়েছিল আমার। কথা বলতে পারছিলাম না। তারপর ২০০৮ সালে দিল্লি দলে পাশে ম্যাকগ্রাকে পাই। আমার ব্যাটিংয়ের প্রশংসা করেছিলেন। একটা সময় পর্যন্ত বিশ্বাস করে পারিনি, ম্যাকগ্রা কথাগুলো বলেছিল আমায়।’
দিল্লির হয়ে ২৮টি ম্যাচ খেলে ৬৭১ রান করেছিলেন ডি ভিলিয়ার্স। এর মধ্যে একটি শতরান এবং তিনটি অর্ধশতরানের ইনিংস আছে তার। এরপর ২০১১ সাল থেকে বেঙ্গালুরুতে খেলা শুরু করেন তিনি। এই ফ্র্যাঞ্চাইজিতেই ক্যারিয়ারের বাকি মৌসুম খেলে ২০২১ সালে অবসর নেন ৩৬০ ডিগ্রি হিসেবে পরিচিত এই ব্যাটার।