ইতালির দায়িত্ব নিতে যাচ্ছেন গাত্তুসো
ইতালির জাতীয় ফুটবল দলের নতুন কোচ হতে যাচ্ছেন সাবেক মিডফিল্ডারজেনারো গাত্তুসো। সদ্য বরখাস্ত হওয়া লুচিয়ানো স্পালেত্তির জায়গায় তাকে নিয়োগ দিতে চলেছে ইতালির ফুটবল ফেডারেশন। শনিবার বিষয়টি নিশ্চিত করেন ইতালির বিশ্বকাপজয়ী গোলরক্ষক এবং বর্তমানে ফেডারেশন ডেলিগেশন প্রধান জিয়ানলুইজি বুফন।
বুফন ইতালির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরএআইকে বলেন, ‘আমরা কাজ করেছি, এখন চূড়ান্ত কিছু বিষয় বাকি। তবে আমি মনে করি, শেষ পর্যন্ত আমরা সেরা সিদ্ধান্তই নিয়েছি।’
স্পালেত্তি মাত্র দেড় বছরের মতো সময় ছিলেন দায়িত্বে। নরওয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে ৩-০ গোলের লজ্জাজনক পরাজয়ের পর নিজেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। তার শেষ ম্যাচ ছিল মোলদোভার বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পাওয়া ম্যাচটি।
গাত্তুসো ইতালির হয়ে ৭৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং ২০০৬ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। সম্প্রতি তিনি ক্রোয়েশিয়ার ক্লাব হাইদুক স্প্লিট ছাড়েন পারস্পরিক সমঝোতায়, যেখানে তিনি দলকে লিগে তৃতীয় স্থানে শেষ করতে সাহায্য করেন।
এর আগে ফেডারেশন প্রথমে ক্লদিও রানিয়েরিকে কোচ হিসেবে চেয়েছিল, তবে ৭৩ বছর বয়সী রানিয়েরি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে এএস রোমার সিনিয়র অ্যাডভাইজর হিসেবে কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
২০১৩ সালে সুইস ক্লাব সিয়নের খেলোয়াড়-ম্যানেজার হিসেবে গাত্তুসো তার কোচিং ক্যারিয়ার শুরু করেন। তবে মাত্র ১০ ম্যাচের মধ্যে দুটি জিতে বরখাস্ত হন। এরপর তার কোচিং ক্যারিয়ারে তিনি দায়িত্ব পালন করেছেন নয়টি ক্লাবে, যার মধ্যে রয়েছে এসি মিলান, নাপোলি, ভ্যালেন্সিয়া ও মার্সেইয়ের মতো ক্লাব।
তার কোচিং ক্যারিয়ারে একমাত্র ট্রফি আসে ২০২০ সালে নাপোলির হয়ে কোপা ইতালিয়া জিতে। ২০২১ সালে ফিওরেন্তিনার কোচ হিসেবে নিয়োগ পেলেও মাত্র ২২ দিন পর পারস্পরিক সমঝোতায় সেই চুক্তি বাতিল হয়, ট্রান্সফার নীতিতে দ্বিমতের কারণে।
৪৭ বছর বয়সী গাত্তুসোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ইতালিকে ২০২৬ বিশ্বকাপে তুলে নেওয়া, যেখানে তারা আগের দুটি আসরে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল। তবে তার পথচলা শুরু হচ্ছে কঠিন এক প্রেক্ষাপটে—নরওয়ের বিপক্ষে হারের হতাশা মাথায় নিয়ে।