ইসরায়েল-ইরান উত্তেজনায় বিপাকে ইন্টারের তারেমি

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০২৫, ১১:৪৬
শেয়ার :
ইসরায়েল-ইরান উত্তেজনায় বিপাকে ইন্টারের তারেমি

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রভাব এবার পড়ল ফুটবল বিশ্বেও। ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নিতে না পারার শঙ্কায় পড়েছেন ইন্টার মিলানের ইরানি স্ট্রাইকার মেহদি তারেমি। ইসরায়েলি বাহিনীর ‘অপারেশন রাইজিং লায়ন’ অভিযানে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা এবং এর পাল্টা জবাবে ইরানের ‘ট্রু প্রমিজ ৩’ অভিযান শুরু হওয়ায় দুই দেশের মধ্যে উত্তেজনা চূড়ায় পৌঁছেছে।

এই উত্তেজনার মাঝেই তারেমি আটকা পড়েছেন ইরানের রাজধানী তেহরানে। যদিও ইন্টার মিলানের বাকি ফুটবলাররা ইতোমধ্যে ক্লাব বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছেন, তবে ৩২ বছর বয়সী তারেমি দেশ ছেড়ে বের হতে পারেননি।

ইন্টার মিলান এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ‘আমাদের ফরোয়ার্ড মেহদি তারেমি নিরাপদে রয়েছেন। তবে বর্তমানে তাকে স্থলপথে যুক্তরাষ্ট্রে আনার মতো কোনো ঝুঁকি আমরা নিতে চাই না।’

আন্তর্জাতিক বিরতির সময় বিশ্বকাপ বাছাইপর্বে ইরানের হয়ে খেলতে দেশে ফিরেছিলেন তারেমি। গত মঙ্গলবার উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচে দ্বিতীয় গোলটি করেছিলেন তিনি। ম্যাচ শেষে গত শনিবার লস অ্যাঞ্জেলেসে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা থাকলেও, ইসরায়েলের হামলার কারণে মেহরাবাদ বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ থাকায় তার নির্ধারিত ফ্লাইট বাতিল করা হয়।

এর ফলে, ইন্টার মিলানের প্রথম ম্যাচে তারেমির অনুপস্থিতি নিশ্চিত। দলটি মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার সকাল) মেক্সিকান ক্লাব মন্তেরেইয়ের মুখোমুখি হবে।

এই ম্যাচ দিয়েই ইন্টারের নতুন কোচ ক্রিস্তিয়ান চিভুর কোচিং ক্যারিয়ার শুরু হচ্ছে। সাবেক কোচ সিমোন ইনজাগি চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পিএসজির কাছে ৫-০ গোলে হারার পর পদত্যাগ করলে, তার স্থলাভিষিক্ত হন ৪৪ বছর বয়সী এই রোমানিয়ান।

বিমান চলাচল দ্রুত স্বাভাবিক না হলে ইন্টার মিলানের ২১ ও ২৫ জুনের ম্যাচগুলোতেও খেলতে পারবেন না তারেমি। ফলে আক্রমণভাগের দায়িত্ব বেশি করে নিতে হবে দলের দুই মূল স্ট্রাইকার—আর্জেন্টিনার লাওতারো মার্তিনেজ ও ফ্রান্সের মার্কাস থুরামকে।

গত বছর পর্তুগিজ ক্লাব এফসি পোর্তো থেকে ইন্টার মিলানে যোগ দেন তারেমি। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে করেছেন ৩ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ৯টি। তবে সাবেক কোচ ইনজাগির অধীনে বেশির ভাগ সময়ই তাঁকে বদলি হিসেবে ব্যবহার করা হয়েছে।

বর্তমান যুদ্ধ পরিস্থিতির অবনতির কারণে, কবে নাগাদ তারেমি যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে যোগ দিতে পারবেন, তা এখনো অনিশ্চিত।