অস্ট্রেলিয়া শিবিরে ধাক্কা

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০২৫, ১২:০৯
শেয়ার :
অস্ট্রেলিয়া শিবিরে ধাক্কা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনাল চলাকালীনই বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া দল। দলের অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথ আঙুলের চোটে পড়েছেন এবং ফাইনালের বাকি অংশে আর মাঠে নামতে পারছেন না। একইসঙ্গে আগামী ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

শুক্রবার ম্যাচের দ্বিতীয় সেশনে এই চোট পান স্মিথ। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমার ব্যাটিংয়ের সময় প্রথম স্লিপে ফিল্ডিং করছিলেন স্মিথ। মিচেল স্টার্কের একটি ডেলিভারিতে ক্যাচ নিতে গিয়ে তার ডান হাতের কড়ে আঙুলে গুরুতর আঘাত লাগে। ক্যাচটি নিতে ব্যর্থ হন স্মিথ এবং সঙ্গে সঙ্গেই যন্ত্রণায় কাতর হয়ে পড়েন। তার আঙুল বেঁকে গিয়েছিল, যা দেখে মাঠে চিকিৎসক ডাকতে হয়।

চিকিৎসকদের পরামর্শে মাঠ ছেড়ে বেরিয়ে যান স্মিথ। এরপর আর ফিল্ডিংয়ে ফেরেননি। তার পরিবর্তে স্যাম কনস্টাসকে মাঠে আনা হয়। এরপর হাসপাতালে নেওয়া হলে জানা যায়, স্মিথের আঙুলের হাড় সরে গেছে এবং অস্ত্রোপচার করাতে হতে পারে।

অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, স্মিথের ডান হাতের আঙুলে আঘাত লেগেছে এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এক্স-রেতেও চোট গুরুতর বলে ধরা পড়ে।

ধারাভাষ্যকার ম্যাথিউ হেইডেন এই ঘটনার প্রতিক্রিয়ায় বলেন, `স্মিথ এই প্রজন্মের সেরা ব্যাটারদের একজন। সামনে তার অন্তত আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে, এরপর শুরু হবে রিহ্যাব। অস্ত্রোপচার অনিবার্য বলেই মনে হচ্ছে।‘

আগামী ২৫ জুন থেকে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে। তবে চোটের ধরণ দেখে ধারণা করা হচ্ছে, এই সিরিজে স্মিথের খেলা কার্যত অসম্ভব।