জুভেন্টাসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন কোচ টুডর
জুভেন্টাসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন কোচ ইগর টুডর। গতকাল ক্লাবটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে টুডরের সঙ্গে চুক্তি ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে এবং আরও এক বছরের বিকল্প চুক্তির সুযোগ রাখা হয়েছে।
যদি টুডর ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণের পর চ্যাম্পিয়নস লিগে যোগ্যতা অর্জন করেন, তবে চুক্তি এক বছরের জন্য বাড়ানো হবে। তবে ক্লাবের হাতে ৩০ জুলাই ২০২৫ পর্যন্ত চুক্তি বাতিল করার সুযোগ রয়েছে।
গত মার্চে থিয়াগো মত্তাকে বরখাস্ত করার পর টুডর দায়িত্ব গ্রহণ করেন। তার অধীনে জুভেন্টাস সিরি আ'তে চতুর্থ স্থানে উঠে আসে এবং চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ অর্জন করে।
নতুন সাধারণ ব্যবস্থাপক ড্যামিয়েন কোমোলি টুডরের নেতৃত্বে পূর্ণ আস্থা প্রকাশ করেছেন এবং তাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে বিবেচনা করছেন।
অতীতে মার্সেই ও লাজিওতে সফল কোচিং পারফরম্যান্সের জন্য পরিচিত টুডর, জুভেন্টাসে তার দ্বিতীয় মেয়াদে দলের উন্নতির লক্ষ্যে কাজ করছেন।