শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান
এজেডএম জাহিদ, স্থায়ী কমিটির সদস্য, বিএনপি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, অল্প কিছু দিনের মধ্যেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আপনাদের পাশে থেকে নেতৃত্ব দেবেন। এ ছাড়া আগামীকাল প্রধান উপদেষ্টা তারেক রহমানের একটি সাক্ষাৎকার রয়েছে। আমরা
আশাবাদী গণতন্ত্র নিয়ে যে ধোঁয়াশা ও শঙ্কা তৈরি হয়েছে, নির্বাচন নিয়ে যে ভুল বোঝাবুঝি রয়েছে- সেসব বিষয়ে আলোচনায় একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হবে। কালো মেঘ দূর হয়ে যাবে। জনগণ দ্রুততম সময়ের মধ্যে তাদের অধিকার ফিরে পাওয়ার সুযোগ সৃষ্টি হবে।
আরও পড়ুন:
একে আবদুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী
গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের শ্রীপুরে জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন ডা. জাহিদ। বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে ও স্থানীয় বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারির সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা. মাজহারুল আলমসহ প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ হওয়া ও কারাগারে নিহত ছয়জন এবং আহত হওয়া ছয়জনের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। পরে স্থানীয় কাওরাইদ বাজারে কেএন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৭৫ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন ডা. জাহিদ। তিনি এ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী ছিলেন।