ভোলায় নিখোঁজের ২ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

ভোলা প্রতিনিধি
১১ জুন ২০২৫, ১২:০৬
শেয়ার :
ভোলায় নিখোঁজের ২ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

ভোলার তেতুলিয়া নদীতে নিখোঁজের ২ দিন পর শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার বিকেলে সদরের ভেলুমিয়া ইউনিয়নের বানঘাটা এলাকায় নদী খেকে কোস্টগার্ডের ডুবুরি দল এ মরদেহ উদ্ধার করে।

কোস্টগার্ড জানিয়েছে, গত সোমবার সকাল ৮টায় ভোলার সদর উপজেলাধীন ভেলুমিয়ায় বানগাটা এলাকার তেতুলিয়া নদীর তীরে খেলার সময় ৬ বছরের একটি শিশু হঠাৎ করে নদীতে পড়ে নিখোঁজ হয়। স্থানীয় জনগণ বিষয়টি কোস্ট গার্ড বেইস ভোলাকে অবহিত করে। পরবর্তীতে অতিদ্রুত কোস্ট গার্ডের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং “সার্চ এন্ড রেসকিউ” অভিযান শুরু করে।

অভিযানের দ্বিতীয় দিন মঙ্গলবার সকাল ৭টায় পুনরায় তল্লাশী কার্যক্রম শুরু করে কোস্ট গার্ডের উদ্ধারকারী দল। দীর্ঘ অনুসন্ধানের পর ১০ জুন বিকেলে সাড়ে ৫টায় বানগাটা এলাকার তেতুলিয়া নদী থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত শিশু আখি খাতুন ভোলা সদর উপজেলাধীন চর চন্দ্রপ্রসাদ ইউনিয়নের বাসিন্দা বিল্লাল মালের মেয়ে।

পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে উদ্ধারকৃত মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।