প্রথমার্ধের খেলায় ১-০ গোলে পিছিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১০ জুন ২০২৫, ২০:০১
শেয়ার :
প্রথমার্ধের খেলায় ১-০ গোলে পিছিয়ে বাংলাদেশ

টান টান উত্তেজনার ম্যাচে প্রথমার্ধের খেলায় সিঙ্গাপুরের চেয়ে ১-০ গোলে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। প্রথমার্ধ্বের খেলার শেষ দিকে, ম্যাচের ৪৪ মিনিটে গোল হজম করে বাংলাদেশ। সিঙ্গাপুরের হয়ে গোলটি করেছেন সং উই ইয়ং।

ম্যাচের প্রথমার্ধে গোলের একাধিক সুযোগ পায় দুদলই। তবে এ ক্ষেত্রে সিঙ্গাপুরই এগিয়ে ছিল, অর্থাৎ বাংলাদেশ প্রান্তে তারাই আক্রমণ বেশি করেছে।

বাংলাদেশের হয়ে খেলতে নেমে ৪৫ মিনিটেই নিজের জাত চিনিয়ে দিয়েছেন সোমিত সোম। কানাডিয় বংশ্দোভুত এ বাংলাদেশির খেলা ছিল নজর কাড়া। ফরোয়ার্ডদের একাধিকবার প্রতিপক্ষের ডি বক্সে বল সরবরাহ করেছেন তিনি।

বাংলাদেশ একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন, শাকিল আহাদ, হামজা চৌধুরী, শমিত সোম, হৃদয়, কাজেম শাহ, ফাহমিদুল ইসলাম ও রাকিব হোসেন।

সিঙ্গাপুর একাদশ: ইজওয়ান মাহবুব, আমিরুল আদলি, জর্ডান এমাভিউয়ে, রায়হান স্টুয়ার্ট, সাফুয়ান বাহারুদিন, শাহ শাহিরান, হারিস হারুন, হামি শিয়াহিন, সং উই ইয়ং, হ্যারিস স্টুয়ার্ট, ইখসান ফান্দি।