দীর্ঘতম ফাইনালে সিনারকে হারিয়ে লাল দুর্গের রাজা আলকারাজ

স্পোর্টস ডেস্ক
০৯ জুন ২০২৫, ১০:৫২
শেয়ার :
দীর্ঘতম ফাইনালে সিনারকে হারিয়ে লাল দুর্গের রাজা আলকারাজ

যোগ্যতম হিসেবেই ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছিলেন কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনার। রোলাঁ গারোয় তার উপহার দিলেন দুর্দান্ত এক ম্যাচও। প্রথমে সিনার এগিয়ে থাকলেও প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে শিরোপা উঠল আলকারাজের হাতেই। দুজনে লড়াই করলেন ৫ ঘণ্টা ২৯ মিনিট। ফ্রেঞ্চ ওপেনের ইতিহাসেই যেটা দীর্ঘতম ফাইনাল। 

প্রথম দুই সেট হেরেও চ্যাম্পিয়ন হওয়ার নবম কীর্তি গড়লেন আলকারাজ। ধরে রাখলেন ফ্রেঞ্চ ওপেনের লাল দুর্গের মুকুট। জিতলেন ক্যারিয়ারের পঞ্চম গ্র্যান্ড স্লাম। স্প্যানিশ এই তারকার জয় ৪–৬, ৬–৭ (৪/৭), ৬–৪, ৭–৬ (৭/৩), ৭–৬ (১০/২) গেমে। যা স্মরণীয় হয়ে থাকবে টেনিস ইতিহাসে। 

গতকাল রবিবার সন্ধ্যায় শুরু হওয়া ম্যাচে শুরুর সেটে সহজেই জেতেন সিনার। তবে দ্বিতীয় সেটে হয় দারুণ লড়াই। যদিও টাইব্রেকারে গিয়ে হারতে হয় আলকারাজকে। তৃতীয় সেট জিতে ম্যাচ জমিয়ে তুলেন আলকারাজ। চতুর্থ সেটেই হয় আসল লড়াই। সেখানে ১ ঘণ্টা ৪৬ মিনিট লড়ে শিরোপার হাসি আলকারাজের। 

সুইজারল্যান্ডের কিংবদন্তি টেনিস তারকা রজার ফেদেরারের পর প্রথম খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের প্রথম পাঁচ গ্র্যান্ড স্লাম ফাইনালই চাম্পিয়ন হলেন আলকারাজ। শিরোপা জিতে প্রতিপক্ষকে নিয়ে তিনি বলেন, ‘ইয়ানিককে দিয়েই শুরু করি। তুমি যে মানের সেটি অবিশ্বাস্য। অবিশ্বাস্য দুটি সপ্তাহ কাটানোর জন্য তোমাকে অভিনন্দন। আমি নিশ্চিত তুমি অনেক অনেক বার চ্যাম্পিয়ন হবে। তোমার সঙ্গে কোর্ট ভাগাভাগি করাটা সৌভাগ্যের, তোমার সঙ্গে মিলে ইতিহাস গড়াটাও।’