উয়েফা নেশনস লিগ /
স্পেনকে হারিয়ে শিরোপা রোনালদোর হাতে
শিরোপা নির্ধারণী ম্যাচে সবার চোখ ছিল স্পেনের লামিনে ইয়ামাল ও পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে। তবে রোনালদো গোল পেলেও পুরো ম্যাচে নুনো মেন্দেসের কাছে বোতলবন্দী হয়ে থাকেন ইয়ামাল। শেষ পর্যন্ত জয় হলো রোনালদোরই। উয়েফা নেশনস লিগের ফাইনালে পর্তুগাল ও স্পেনের ম্যাচ নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে স্পেনকে ৫–৩ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল পর্তুগাল।
প্রথম দল হিসেবে একাধিকবার উয়েফা নেশনস লিগ জিতল পর্তুগাল। এর আগে, ২০১৯ সালে নেদারল্যান্ডসকে হারিয়ে নেশনস লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল রোনালদোদের দল।
গতকাল রবিবার রাতে জমজমাট এই ফাইনালই দেখল ফুটবলবিশ্ব। কোনো দলই একাধিপত্য দেখাতে পারেনি। যদিও দুই প্রতিবেশী দেশের মধ্যে বল দখলে এগিয়ে ছিল স্পেনই। গোলেও প্রথম এগিয়ে গিয়েছিল তারা। ২১ মিনিটে গোল দেন স্পেনের মার্তিন জুবিমেন্দি। ৫ মিনিট পর পর্তুগিজরা সমতায় ফেরে নুনো মেন্দেজের গোলে।
প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগে গতবারের চ্যাম্পিয়ন স্পেনকে আবার এগিয়ে দিয়েছিলেন মিকেল ওইয়ারসাবাল। এই গোল শোধ দিতে বেশ সময় লাগল পর্তুগিজদের। ৬১ মিনিটে বক্সের ভেতর থেকে গোল দেন সুযোগসন্ধানী রোনালদো। ৯০ মিনিট এই সমতাতেই শেষ হয় ম্যাচ। অতিরিক্ত ৩০ মিনিটেও আসেনি কোনো গোল। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে পর্তুগালের হয়ে প্রথম শটেই গোল করেন গনসালো রামোস। পরের দুইটি গোল আসে ভিতিনিয়া ও ব্রুনো ফার্নান্দেজের কাছ থেকে। স্পেনের হয়ে প্রথম তিন শটে গোল করেন মিকেল মেরিনো, অ্যালেক্স বায়েনা ও ইসকো। পরের শটে পর্তুগালের হয়ে নুনো মেন্দেজ গোল দিলেও স্পেনের অধিনায়ক আলভারো মোরাতা জাল খুঁজে পেতে ব্যর্থ হন। তবে পঞ্চম শটে গোল আদায় করে দলকে ঠিকই উচ্ছ্বাসে ভাসান রুবেন নেভেস।