নেশনস লিগ /

ফাইনালে রোনালদোদের মুখোমুখি ইয়ামালরা

স্পোর্টস ডেস্ক
০৬ জুন ২০২৫, ১৫:৩৫
শেয়ার :
ফাইনালে রোনালদোদের মুখোমুখি ইয়ামালরা

শক্তিশালী জার্মানিকে গুঁড়িয়ে আগেরদিনই উয়েফা নেশনস লিগের ফাইনাল নিশ্চিত করেছিল ক্রিস্টিয়ানো রোনালদোদের দল পর্তুগাল। গতকাল বৃহস্পতিবার রাতে ফ্রান্সকে ৫-৪ গোলের নাটকীয় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল লামিনে ইয়ামালদের স্পেনও। 

ফ্রান্সের বিপক্ষে গতকাল এক পর্যায়ে ৪-০ গোলে এগিয়ে ছিল স্পেন। তবে শেষের দিকে ফ্রান্স চার গোল দিলেও এক গোল দিয়ে স্পেন ৫-৪ গোলের জয় নিশ্চিত করে। একটুর জন্য রূপকথা লিখতে পারেননি কিলিয়ান এমবাপ্পেরা। 

এদিন ম্যাচের প্রথমার্ধে স্পেন এগিয়ে ছিল ২-০ গোলে। গোল করে দলকে এগিয়ে নেন নিকো উইলিয়ামস ও মিকেল মেরিনো। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে স্পেনের হয়ে তৃতীয় গোল করেন দলের প্রাণভোমরা ইয়ামাল। এক মিনিট পরই স্পেনের হয়ে চতুর্থ গোল দেন পেদ্রি।

ম্যাচ থেকে স্পেন যখন প্রায় ছিটকেই গেছে তখন দেখা যায় বাঁক। ৫৯ মিনিটে পেনাল্টি গোলে ফ্রান্সের হয়ে ব্যবধান ৪-১ করেন কিলিয়ান এমবাপ্পে। তবে ৬৭ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করে স্পেনের ব্যবধান আরও বড় করেন এমবাপ্পে। 

এরপরই ম্যাচে ফেরার চেষ্টা করে ফ্রান্স। ৭৯ মিনিটে রায়ান শেরকি এবং ৮৪ মিনিটে দানি ভিভিয়ানের গোলে ব্যবধান ৫-৩ করে ফ্রান্স। এরপর যোগ করা সময়ে রানদাল কোলো মুয়ানি গোল করলেও স্পেনের স্কোর আর ছোঁয়া যায়নি।