চমক রেখে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা
সংযক্ত আরব আমিরাত ও পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টিতে বিপর্যস্ত হওয়ার পর নতুন সিরিজের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। চলতি জুনেই দুই টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে শ্রীলঙ্কায় যাবে টাইগাররা। সফরের টেস্ট সিরিজ উপলক্ষে আজ বুধবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ স্কোয়াডে রেখেছে ১৬ জনকে। সিরিজে যথারীতি অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। তার সহকারী হিসেবে থাকছেন মেহেদী হাসান মিরাজ।
ঘোষিত এই দলে চমক হিসেবে আছেন পেসার এবাদত হোসেন চৌধুরী। প্রায় দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন তিনি। ২০২৩ সালের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন এবাদত। আরেক চমক, স্কোয়াডে ডাক পেয়েছেন স্পিনার হাসান মুরাদ।
স্পিনার হিসেবে মুরাদ ছাড়াও আছেন মিরাজ, তাইজুল ও নাঈম হাসান। আর পেসার হিসেবে এবাদতের পাশাপাশি আছেন হাসান মাহমুদ, নাহিদ রানা ও খালেদ আহমেদ। দলে আছেন এনামুল হক বিজয়ও। মাহিদুল হক অঙ্কনকে ডাকা হয়েছে টেস্ট দলে।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা ও সৈয়দ খালেদ আহমেদ।