ফাহামিদুলের অভিষেক, ভুটানের বিপক্ষে বাংলাদেশের একাদশে যারা

স্পোর্টস ডেস্ক
০৪ জুন ২০২৫, ১৮:৫৫
শেয়ার :
ফাহামিদুলের অভিষেক, ভুটানের বিপক্ষে বাংলাদেশের একাদশে যারা

ফুটবল জ্বরে কাঁপছে ঢাকা। নতুন করে সাজানো ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাজ সাজ রব। আজ সন্ধ্যা ৭টায় ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। ম্যাচে খেলতে যাচ্ছেন একাধিক প্রবাসী ফুটবলার।

হাভিয়ের কাবরেরার একাদশে আছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। গত মার্চে ভারতের বিপক্ষে ম্যাচে প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীর অভিষেক হলেও ছিলেন না ক্যাম্পে ডাক পাওয়া ফাহামিদুল। অবশেষে ভুটানের বিপক্ষে অভিষেক হচ্ছে তার। ভুটানের বিপক্ষে একাদশে আছেন ভারতের বিপক্ষে লড়াকু পারফরম্যান্স দেখানো হামজাও। 

আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে লড়বে দুই দল। তার আগে ভুটানের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য মূলত, প্রস্তুতির। 

বাংলাদেশ একাদশ: তপু বর্মন, জামাল ভুঁইয়া (অধিনায়ক), হামজা চৌধুরী, রাকিব হোসেন, মিতুল মারমা (গোলরক্ষক), তারিক রায়হান কাজী, ফাহামেদুল ইসলাম, সোহেল রানা, কাজেম শাহ কিরমানি, সাদ উদ্দিন ও তাজ উদ্দিন।