তানজিদ-ইমনকে বড় সুখবর দিল আইসিসি
সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। তবে আপন আলোয় উজ্জ্বল ছিলেন দুই টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। তারই পুরস্কার পেলেন তারা। আজ বুধবার ঘোষিত আইসিসি র্যাঙ্কিং হালনাগাদে বড় লাফ দিয়েছেন এই দুজন।
টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২৮ ধাপ করে এগিয়েছেন তানজিদ ও ইমন। পাকিস্তান সিরিজে কোনো ফিফটি করতে না পারলেও তিন ম্যাচে যথাক্রমে ৩১, ৩৩ ও ৪২ অর্থাৎ মোট ১০৬ রান করেছেন তিনি। বর্তমানে ৫৩তম স্থানে আছেন তিনি।
অন্যদিকে, ইমন প্রথম দুই ম্যাচে দুই অঙ্কের রান স্পর্শ করতে ব্যর্থ হলেও শেষ টি-টোয়েন্টিতে ৩৪ বলে ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন। সেরা এক শ’তে ঢুকে বর্তমানে ৯৫তম স্থানে তিনি। ৩ ম্যাচে ৫১ রান করা জাকের আলি ৩ এখন ৬৮তম স্থানে আছেন। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এখনো সবার ওপরে তাওহিদ হৃদয়। যদিও ৭ ধাপ পিছিয়ে তার অবস্থান ৪১তম।
বাংলাদেশের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে সেঞ্চুরিসহ সিরিজের সর্বোচ্চ ১৭৯ রান করা মোহাম্মদ হারিস ২১০ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৩০তম স্থানে আছেন। এক ফিফটিতে ১২১ রান করা হাসান নওয়াজ ৫৭ ধাপ উন্নতি করেছেন।
টি-টোয়েন্টি ব্যাটারদের সবার ওপরে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। আর বোলারদের মধ্যে যথারীতি শীর্ষে নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। অলরাউন্ডারদের মধ্যে আগের মতোই সবার শীর্ষে ভারতের হার্দিক পান্ডিয়া।
বাংলাদেশের কোনো বোলার র্যাঙ্কিংয়ে উন্নতি না করলেও পাকিস্তানের পেসার আব্বাস আফ্রিদি ১৮ ধাপ এগিয়ে যৌথভাবে ১৯ নম্বরে আছেন। এছাড়া ২৪ ও ৪৫ ধাপ করে উন্নতি করে দুই স্পিনার শাদাব খান ও আবরার আহমেদ আছেন ৫৯তম স্থানে।
সদ্য সমাপ্ত ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজের পর র্যাঙ্কিংয়ে কিছুটা পরিবর্তন এসেছে। সিরিজের সর্বোচ্চ ২৬৬ রান করে ১৪ ধাপ এগিয়ে ২৪তম স্থানে ইংলিশ তারকা জো রুট। এছাড়া ৯ উইকেট নিয়ে ১৫তম স্থানে আদিল রশিদ। এই সংস্করণে ব্যাটারদের মধ্যে সবার ওপরে ভারতের শুভমান গিল। আর বোলারদের মধ্যে সবার ওপরে শ্রীলংকার মহেশ থিকসানা।