মার্শকে নেতা বানিয়ে উইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
০৪ জুন ২০২৫, ১৫:৫৫
শেয়ার :
মার্শকে নেতা বানিয়ে উইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অলরাউন্ডার মিচেল মার্শকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ১৬ সদস্যের এই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে আলো ছড়ানো মিচেল ওয়েন। প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার ম্যাথিউ কুহনেম্যান। 

আজ বুধবার এই স্কোয়াড ঘোষণা করে অজি ক্রিকেট বোর্ড। পাকিস্তান সিরিজ মিস করার পর ক্যারিবিয়ান সফর মার্শের জন্য প্রত্যাবর্তনের। সম্প্রতি আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি। অজি স্কোয়াডে ফিরেছেন আইপিএল চ্যাম্পিয়ন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুর্দান্ত পারফর্ম করা জশ হ্যাজলউডও। 

১৬ সদস্যের এই স্কোয়াডে রাখা হয়নি অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স, পেসার মিচেল স্টার্ক ও ব্যাটার ট্রাভিস হেডকে। স্কোয়াড থেকে বাদ পড়েছেন সম্প্রতি আইপিএলে বাজে ফর্মে থাকা জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। এছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন ক্যামেরন গ্রিন ও কুপার কনোলি।

তিন টেস্ট, পাঁচ টি-টোয়েন্টি খেলতে জুনের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজে যাবে অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজের পর আগামী ২০ জুলাই শুরু হবে টি-টোয়েন্টির লড়াই। জ্যামাইকায় প্রথম দুই ম্যাচের পর বাকি তিনটি হবে সেইন্ট কিটসে।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, কুপার কনোলি, টিম ডেভিড, বেন ডোয়ার্শুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাট কুহনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, মিচ ওয়েন, ম্যাথু শর্ট ও অ্যাডাম জাম্পা।