ফাইনালে উড়ে যাওয়ার পর ইন্টার ছাড়লেন কোচ ইনজাগি

স্পোর্টস ডেস্ক
০৪ জুন ২০২৫, ১০:৩২
শেয়ার :
ফাইনালে উড়ে যাওয়ার পর ইন্টার ছাড়লেন কোচ ইনজাগি

ইন্টার মিলানের সঙ্গে চার বছরের সম্পর্কের ইতি টেনেছেন কোচ সিমোনে ইনজাগি। এটি শেষ হয়েছে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে প্যারিস সেন্ট-জার্মেইনের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার তিন দিন পর।

এর আগে ২০২১ সালে আন্তোনিও কন্তের স্থলাভিষিক্ত হয়ে ইনজাগি ইন্টার মিলানের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার চার বছরের মেয়াদে ক্লাবটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে।

এর মধ্যে ছিল একটি সিরি আ শিরোপা (২০২৪)। ২টি কোপা ইতালিয়া (২০২২, ২০২৩)। ৩টি ইতালিয়ান সুপার কাপ (২০২২–২০২৪) ও ২টি চ্যাম্পিয়নস লিগ ফাইনাল (২০২৩, ২০২৫)।

তবে এবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পিএসজির কাছে ৫-০ গোলের পরাজয়, যা ইউরোপীয় ফাইনালের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়ের একটি, ইনজাগির বিদায় অনেকটা নিশ্চিত করে দেয়।

জানা যায়, ইনজাগি এখন সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালের কোচ হিসেবে যোগ দিতে যাচ্ছেন, যেখানে তিনি রুবেন নেভেস, জোয়াও ক্যানসেলো, কালিদু কুলিবালি এবং আলেকসান্দার মিত্রোভিচের মতো খেলোয়াড়দের নিয়ে কাজ করবেন। আল-হিলাল তাকে বছরে প্রায় ৩০ মিলিয়ন ইউরো বেতনের একটি চুক্তি প্রস্তাব করেছে।

ইনজাগির বিদায়ের পর ইন্টার মিলান নতুন কোচ খুঁজছে। বর্তমানে সিরি আ ক্লাব কোমোর কোচ এবং সহ-মালিক সেস ফ্যাব্রেগাস এই পদে প্রধান প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।