ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে মুখোমুখি সাবালেঙ্কা ও শিয়াওতেক

স্পোর্টস ডেস্ক
০৪ জুন ২০২৫, ১০:২৩
শেয়ার :
ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে মুখোমুখি সাবালেঙ্কা ও শিয়াওতেক

ফ্রেঞ্চ ওপেন নারী এককের সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছেন বর্তমান চ্যাম্পিয়ন ইগা শিয়াওতেক এবং বিশ্ব নম্বর এক আরিনা সাবালেঙ্কা। ম্যাচটি আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এটি টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে।

শিয়াওতেকে রোলাঁ গারোঁতে টানা ২৬টি ম্যাচ জয় করেছেন। যা ২১ শতকে গ্র্যান্ড স্ল্যামে নারীদের মধ্যে সর্বোচ্চ জয়সংখ্যার রেকর্ডে সেরেনা উইলিয়ামসের সঙ্গে সমান। চারবারের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন, যার মধ্যে তিনটি টানা শিরোপা (২০২২-২০২৪)। তিনি সেমিফাইনালে পৌঁছানোর পথে এলিনা স্ভিতোলিনাকে ৬-১, ৭-৫ সেটে পরাজিত করেছেন।

এদিকে সাবালেঙ্কা বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় এবং চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন। কোয়ার্টার ফাইনালে অলিম্পিক চ্যাম্পিয়ন ঝেং কিনওয়েনকে ৭-৬(৩), ৬-৩ সেটে পরাজিত করেছেন। গ্র্যান্ড স্ল্যামে এটি তার ষষ্ঠ সেমিফাইনাল, তবে রোলাঁ গারোঁতে প্রথম ফাইনালে পৌঁছানোর লক্ষ্যে রয়েছেন।

মুখোমুখি পরিসংখ্যান:

মোট ১২ বার মুখোমুখি হয়েছেন; শিয়াওতেক এগিয়ে ৮-৪ ব্যবধানে।

ক্লে কোর্টে শিয়াওতেকের আধিপত্য স্পষ্ট, ৫-১ ব্যবধানে এগিয়ে।

তবে সর্বশেষ সাক্ষাতে (২০২৪ সিনসিনাটি ওপেন) সাবালেঙ্কা জয়ী হয়েছেন।