আইপিএল খেলে ক্লান্ত পুরান বিশ্রামে

স্পোর্টস ডেস্ক
০৩ জুন ২০২৫, ১৮:০৬
শেয়ার :
আইপিএল খেলে ক্লান্ত পুরান বিশ্রামে

আসন্ন ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত টি-টোয়েন্টি স্কোয়াডে জেসন হোল্ডার ও আন্দ্রে রাসেলকে দলে ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে আইপিএলের ব্যস্ততা শেষে বিশ্রামের আবেদন করায় এই সিরিজে থাকছেন না উইকেটকিপার-ব্যাটার নিকোলাস পুরান।

চলমান ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে ওয়েস্ট ইন্ডিজ। এটি হবে শেই হোপের অধিনায়কত্বে প্রথম টি-টোয়েন্টি সিরিজ, যিনি রোভম্যান পাওয়েলকে সরিয়ে দলের দায়িত্ব পেয়েছেন।

ফেব্রুয়ারির পর প্রথমবার টি-টোয়েন্টিতে ফিরছেন জেসন হোল্ডার। ইনজুরির কারণে বিশ্বকাপে খেলতে পারেননি তিনি। আর আন্দ্রে রাসেল গত নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে খেলার সময় চোটে পড়েন। এরপর আর মাঠে নামেননি।

বাদ পড়েছেন জাস্টিন গ্রেভস, শামার স্প্রিংগার, টেরেন্স হিন্ডস। আর ফিরেছেন শার্ফেইন রাদারফোর্ড ও শাই হোপ।

ইংল্যান্ড সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজ যাবে আয়ারল্যান্ডে আরও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে। তবে রাসেলসহ কিছু খেলোয়াড় ও কোচিং স্টাফকে বিশ্রামে রাখা হবে। 

এই সিরিজে পরিবর্তনসমূহ:

কেসি কার্টি: আয়ারল্যান্ড সিরিজে খেলবেন; ব্র্যান্ডন কিং ছুটিতে থাকবেন।

রোস্টন চেজ: ইংল্যান্ড সিরিজের পর দেশে ফিরে যাবেন, কারণ তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের প্রস্তুতি নেবেন।

জাইড গুলি: প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেলেন চেজের জায়গায়।

কোচিং স্টাফে পরিবর্তন:

প্রধান কোচ ড্যারেন স্যামি ও সহকারী কোচরা আয়ারল্যান্ড সিরিজে থাকবেন না। দায়িত্বে থাকবেন রায়ন গ্রিফিথ।

স্কোয়াড তালিকা

ইংল্যান্ড সিরিজে ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: শেই হোপ (অধিনায়ক), জনসন চার্লস, রোস্টন চেজ, ম্যাথিউ ফোর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোটি, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, শেরফেইন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।

আয়ারল্যান্ড সিরিজে ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: শেই হোপ (অধিনায়ক), কেসি কার্টি, জনসন চার্লস, ম্যাথিউ ফোর্ড, জাইড গুলি, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, এভিন লুইস, গুডাকেশ মোটি, রোভম্যান পাওয়েল, শেরফেইন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।