বৃষ্টিতে আইপিএল ফাইনালে ভেসে গেলে চ্যাম্পিয়ন হবে কোন দল

স্পোর্টস ডেস্ক
০৩ জুন ২০২৫, ১৬:২৮
শেয়ার :
বৃষ্টিতে আইপিএল ফাইনালে ভেসে গেলে চ্যাম্পিয়ন হবে কোন দল

আইপিএল ২০২৫ ফাইনালে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুটি দলই তাদের প্রথম আইপিএল শিরোপার জন্য লড়াই করবে। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ ও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা ম্যাচের ফলাফলে প্রভাব ফেলতে পারে।

আইপিএলের নিয়ম অনুযায়ী, ফাইনাল ম্যাচের জন্য একটি রিজার্ভ ডে নির্ধারিত থাকে। যদি মূল দিনে (৩ জুন) খেলা সম্পূর্ণ না হয়, তবে পরদিন (৪ জুন) ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে যদি রিজার্ভ ডেতেও খেলা সম্ভব না হয়, তাহলে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে লিগ পর্বের পয়েন্ট টেবিলের ভিত্তিতে।

লিগ পর্বে পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উভয়ই ১৪টি ম্যাচে ৯টি করে জয় পেয়ে ১৯ পয়েন্ট অর্জন করে। তবে নেট রান রেটে পাঞ্জাব কিংস (+০.৩৭২) এগিয়ে থাকায় তারা লিগ টেবিলের শীর্ষে ছিল, যেখানে বেঙ্গালুরুর নেট রান রেট ছিল +০.৩০১। ফলে যদি ফাইনাল ম্যাচ ও রিজার্ভ ডে উভয়ই বৃষ্টির কারণে বাতিল হয়, তাহলে পাঞ্জাব কিংসকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।