২০২৭ সাল পর্যন্ত আতলেতিকোর সঙ্গে চুক্তি গ্রিজমানের

স্পোর্টস ডেস্ক
০৩ জুন ২০২৫, ১৩:৫৪
শেয়ার :
২০২৭ সাল পর্যন্ত আতলেতিকোর সঙ্গে চুক্তি গ্রিজমানের

আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন আঁতোয়া গ্রিজমান। নতুন এই চুক্তির মাধ্যমে ক্লাবের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তার অবস্থান আরও সুদৃঢ় হলো।

জানা যায়, গ্রিজমানের বেতনও পুনর্বিন্যাস করা হয়েছে। যাতে ক্লাব তার বেতন দুই মৌসুমে ভাগ করে দিতে পারে। এই পদক্ষেপ আতলেতিকোর বেতন সীমা কমাতে সহায়তা করবে এবং নতুন খেলোয়াড়দের নিবন্ধনে সুবিধা দেবে।

যদিও চুক্তি ২০২৭ পর্যন্ত ছিল, তবে গ্রিজমান ২০২৬ সালে মেজর লিগ সকার এ যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

ক্লাবের হয়ে গ্রিজমান এখন পর্যন্ত ১৯৭ গোল করেছেন। যা ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ। ৪৪২টি অফিসিয়াল ম্যাচ খেলেছেন তিনি। এটি ক্লাবের ইতিহাসে অষ্টম সর্বোচ্চ।

আতলেতিকোতে ৩৪ বছর বয়সী গ্রিজমান একটি ইউরোপা লিগ (২০১৮), একটি ইউরোপিয়ান সুপার কাপ (২০১৮) এবং একটি স্প্যানিশ সুপার কাপ (২০১৪) জিতেছেন।

তিনি ২০২৪-২৫ মৌসুমে ৫৩ ম্যাচে ১৬ গোল ও ৯ অ্যাসিস্ট করেছেন।

চুক্তি নবায়নের পর গ্রিজমান বলেন, ‘আমি এই অসাধারণ জার্সি আরও কয়েক বছর পরতে পেরে খুব খুশি। আশা করি আপনাদের অনেক আনন্দ দিতে পারব। বড় আলিঙ্গন, আমি আপনাদের ভালোবাসি।’