লা লিগার বর্ষসেরা কোচ ফ্লিক

স্পোর্টস ডেস্ক
০৩ জুন ২০২৫, ১৩:১১
শেয়ার :
লা লিগার বর্ষসেরা কোচ ফ্লিক

লা লিগার ২০২৪-২৫ মৌসুমে বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন বার্সেলোনার হান্সি ফ্লিক। বার্সায় জার্মান কোচে প্রথম মৌসুমেই তিনি দলকে অসাধারণ সাফল্যের পথে নিয়ে যান, যার ফলে এই স্বীকৃতি অর্জন করেন।

লা লিগায় চ্যাম্পিয়ন বার্সেলোনা ৩৮ ম্যাচে ২৮ জয়, ৪ ড্র এবং ৬ পরাজয়ে ৮৮ পয়েন্ট অর্জন করে শিরোপা জিতে নেয়। দলটি মৌসুমে ১০২ গোল করে, যা ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সর্বোচ্চ।

লা লিগা ছাড়াও বার্সা কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জিতে ট্রেবল জয় করে। যা ফ্লিকের প্রথম মৌসুমেই ঘরোয়া ট্রেবল নিশ্চিত করে।

ফ্লিক বার্সেলোনার খেলায় আক্রমণাত্মক ও আধুনিক কৌশল প্রয়োগ করেন। তিনি উচ্চ ডিফেন্সিভ লাইন এবং প্রেসিংয়ের মাধ্যমে দলকে পুনরুজ্জীবিত করেন, যা ১৮১টি অফসাইড এবং ৫৬৬টি বল পুনরুদ্ধার নিশ্চিত করে।

বর্ষসেরা কোচের জন্য ফ্লিক হোসে বোর্দালাস (গেটাফে), মানোলো গনসালেস (এস্পানিওল), মানুয়েল পেলেগ্রিনি (রিয়াল বেটিস), মিচেল (জিরোনা), আর্নেস্তো ভালভার্দে (আথলেটিক ক্লাব) এবং দিয়েগো সিমিওনে (আতলেতিকো মাদ্রিদ)-এর মতো প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে এই পুরস্কার অর্জন করেন।

ফ্লিক মৌসুমে তিনবার মাসসেরা কোচের পুরস্কার লাভ করেন, আগস্ট, অক্টোবর এবং ফেব্রুয়ারিতে।

ফ্লিকের অধীনে বার্সেলোনা আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। তিনি তরুণ প্রতিভা লামিন ইয়ামাল, পেদ্রি এবং দানি ওলমোর মতো খেলোয়াড়দের উন্নতিতে গুরুত্ব দিচ্ছেন।