বেলজিয়ামের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ছিটকে গেছেন কোর্তোয়া

স্পোর্টস ডেস্ক
০২ জুন ২০২৫, ২০:৩৫
শেয়ার :
বেলজিয়ামের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ছিটকে গেছেন কোর্তোয়া

পিঠের চোটের কারণে বেলজিয়ামের বিশ্বকাপের বাছাইপর্বের দুটি ম্যাচে অংশ নিতে পারবেন না গোলরক্ষক থিবো কোর্তোয়া। রিয়াল মাদ্রিদের মেডিকেল টিমের পরীক্ষায় তার ‘স্যাক্রোইলাইটিস’ ধরা পড়েছে। যা মেরুদণ্ড ও পেলভিসের সংযোগস্থলে প্রদাহজনিত ব্যথা সৃষ্টি করে।

এই চোটের কারণে কোর্তোয়া আগামী ৬ জুন উত্তর মেসিডোনিয়া ও ৯ জুন ওয়েলসের বিপক্ষে বেলজিয়ামের ম্যাচগুলোতে খেলতে পারবেন না। তার পরিবর্তে ক্লাব ব্রুজের নবাগত গোলরক্ষক নর্ডিন জ্যাকার্সকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং নটিংহ্যাম ফরেস্টের মাতস সেলস গোলপোস্টের দায়িত্ব পালন করবেন বলে ধারণা করা হচ্ছে।

তবে রিয়াল মাদ্রিদ আশা করছে কোর্তোয়া ১৮ জুন মায়ামিতে আল হিলালের বিপক্ষে ক্লাব বিশ্বকাপে দলের প্রথম ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবেন। কিন্তু তার সুস্থতা নির্ভর করবে বিশ্রাম ও চিকিৎসার অগ্রগতির ওপর।

উল্লেখ্য, কোর্তোয়া সম্প্রতি বেলজিয়াম দলে ফিরেছেন নতুন কোচ রুডি গার্সিয়ার অধীনে, তবে এই চোট তার ফেরার পরপরই বড় ধাক্কা হিসেবে এসেছে।