ক্রীড়াঙ্গনে ২৪২৩ কোটি টাকার বাজেট প্রস্তাব
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন। যেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য ২,৪২৩ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। যা গত অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ৮৪২ কোটি টাকা বেশি।
বাজেটের খাতভিত্তিক বিশ্লেষণ:
উন্নয়ন খাতে বরাদ্দ ১,৪৪০ কোটি ৩৭ লাখ টাকা। আর পরিচালন খাতে বরাদ্দ ৯৮২ কোটি ৬৩ লাখ টাকা।
এই বাজেটের আওতায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য:
· উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ (দ্বিতীয় পর্যায়)।
· নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম ও টেবিল টেনিস ভবনের উন্নয়ন।
· ইনডোর ও ভলিবল স্টেডিয়াম নির্মাণ।
· বিকেএসপির প্রশিক্ষণ সুবিধার আধুনিকায়ন।
· ৬৪টি জেলায় তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন।
· ৪৮টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদান।
· কক্সবাজারে নারীদের জন্য দক্ষতা ও অর্থনৈতিক সুযোগ উন্নয়ন প্রকল্প।