ইংল্যান্ডের ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন রুট

স্পোর্টস ডেস্ক
০২ জুন ২০২৫, ১৭:২৭
শেয়ার :
ইংল্যান্ডের ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন রুট

ইংল্যান্ডের হয়ে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড গড়েছেন জো রুট। গতকাল কার্ডিফের সোফিয়া গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওডিআই ম্যাচে তিনি অপরাজিত ১৬৬ রান করেন, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ ওডিআই স্কোরও।

এই ইনিংসের মাধ্যমে রুট সাবেক অধিনায়ক ইয়ন মরগানের ৬,৯৫৭ রানের রেকর্ড ভেঙে ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ ওডিআই রান সংগ্রাহক হন। বর্তমানে তার মোট রান ৭,০৮৮।

এই ম্যাচে ইংল্যান্ড ৩০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। তবে রুটের ১৩৯ বলে ১৬৬ রানের ইনিংস এবং উইল জ্যাকসের ৪৯ রানের সহযোগিতায় দলটি ৪৮.৫ ওভারে ৩১২/৭ স্কোর করে তিন উইকেটে জয় লাভ করে এবং তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায়।

এই ইনিংসের মাধ্যমে রুট ইংল্যান্ডের ওডিআই ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরার হিসেবে নিজের নাম লেখান। এছাড়াও তিনি ইংল্যান্ডের হয়ে ১৮টি ওডিআই সেঞ্চুরি করেছেন, যা দেশের মধ্যে সর্বোচ্চ।

আগামী ৩ জুন লন্ডনের দ্য ওভালে সিরিজের তৃতীয় ও শেষ ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হবে।