হাত দিয়ে গোল করে লাল কার্ড, ক্ষমা চাইলেন নেইমার

স্পোর্টস ডেস্ক
০২ জুন ২০২৫, ১৫:৫৫
শেয়ার :
হাত দিয়ে গোল করে লাল কার্ড, ক্ষমা চাইলেন নেইমার

হাত দিয়ে গোল করার চেষ্টা করে লাল কার্ড দেখার পর ক্ষমা চেয়েছেন নেইমার। ঘটনাটি ঘটে ব্রাজিলিয়ান সিরি আ-তে সান্তোসের হয়ে বোতাফোগোর বিপক্ষে ম্যাচে। যা হতে পারে ক্লাবটির হয়ে তার শেষ ম্যাচ।

৩৩ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাচের ৭৬তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন, যখন এক রিবাউন্ডে বলকে হাতে ঠেলে জালে পাঠানোর চেষ্টা করেন। বোতাফোগোর খেলোয়াড়রা সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানালে গোলটি বাতিল করা হয় এবং নেইমারকে হলুদ কার্ড দেখানো হয়। আগেই প্রথমার্ধের অতিরিক্ত সময়ে একটি হলুদ কার্ড দেখা ছিল, ফলে তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়তে বলা হয়।

ম্যাচের পর ইনস্টাগ্রামে নেইমার লিখেন, ‘একটি গোল করার মরিয়া চেষ্টা মাঝে মাঝে আমাদের দিয়ে ভুল করায়। আমি আমার সতীর্থদের এবং সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। আমি ভুল করেছি, দয়া করে আমাকে ক্ষমা করবেন। যদি আজ মাঠে থাকতে পারতাম, আমি নিশ্চিত আমরা ৩ পয়েন্ট নিয়ে ফিরতাম। দলের সবাইকে আজকের খেলার জন্য অভিনন্দন।’

ঘটনার ১০ মিনিট পর বোতাফোগো একমাত্র গোলটি করে ১-০ ব্যবধানে জয় তুলে নেয়। এতে সান্তোস লিগ টেবিলের ১৮তম স্থানে নেমে যায়।

এই লাল কার্ডের ফলে নেইমার আগামী বৃহস্পতিবার ফোর্তালেজার বিপক্ষে সান্তোসের ম্যাচে খেলতে পারবেন না। যা তার বর্তমান চুক্তি অনুযায়ী শেষ ম্যাচ হওয়ার কথা ছিল। দ্য অ্যাথলেটিক-এর তথ্য অনুযায়ী, মে মাসে তার চুক্তি ২০২৬ পর্যন্ত বাড়ানোর আলোচনা চলছিল।

এই ম্যাচটি ছিল এপ্রিলের হ্যামস্ট্রিং ইনজুরি থেকে ফিরে আসার পর লিগে নেইমারের মাত্র দ্বিতীয় ম্যাচ।

নেইমার জানুয়ারিতে একটি স্বল্পমেয়াদি চুক্তিতে সান্তোসে ফিরে আসেন, যা ছিল তার শৈশবের ক্লাব থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার ১২ বছর পর প্রত্যাবর্তন। ২০২৫ মৌসুমে এখন পর্যন্ত তিনি ১৪ ম্যাচে ৩ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন।