গার্দিওলার পর যে কীর্তি শুধুই এনরিকের
প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে পিএসজি। শনিবার রাতে মিউনিখের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছেন প্যারিসিয়ানরা। এই জয়ে সদ্য সমাপ্ত মৌসুমে ঐতিহাসিক ত্রিমুকুটসহ চারটি শিরোপা জেতা হলো ফরাসি ক্লাবটির।
পিএসজির ইতিহাস গড়ার নেপথ্য কারিগর প্রধান কোচ লুইস এনরিকে। প্রায় সাদামাটা একটা দলকে ট্রেবল জিতিয়েছেন তিনি। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমার জুনিয়রের মতো বড়মাপের তারকারা পিএসজি ছেড়ে যাওয়ার পরও দলের ভারসাম্য তৈরি করেছেন স্প্যানিশ এ কোচ। এনরিকে মানসিকতা বদলে দেন মার্কুইনহস-ডেম্বেলেদের।
মৌসুমজুড়ে পিএসজিকে দল হিসেবেই খেলিয়েছেন তিনি। যার চূড়ান্ত সাফল্য এলো মৌসুমের শেষ ম্যাচে। তার কোচিংয়ে প্রথমবারের মতো ইউরোপসেরার মুকুটসহ ট্রেবল জয়ের স্বাদ পেয়েছে পিএসজি। তাতে ইতিহাস হয়েছে এনরিকেরও। ইতিহাসের দ্বিতীয় কোচ হিসেবে দুটি ভিন্ন ক্লাবের হয়ে ত্রিমুকুট জয়ের কীর্তি গড়েছেন এনরিকে। ২০১৪-২০১৫ মৌসুমে প্রথমবার স্পেনের ক্লাব বার্সেলোনাকে এক মৌসুমে তিনটি মৌলিক শিরোপা জিতিয়েছিলেন তিনি। এবার পিএসজির ডাগ আউটে সেটির পুনরাবৃত্তি ঘটালেন। ফ্রেঞ্চ লিগ ওয়ান ও ফ্রেঞ্চ কাপের পর পিএসজিকে এনরিকে এনে দিলেন বহু আরাধ্যের ধন রুপালি ট্রফি।
প্রথমবার একাধিক দলের হয়ে এক মৌসুমে তিনটি মৌলিক ট্রফি জেতা কোচেরও উত্থান হয়েছে বার্সেলোনা থেকেই। ২০০৮-০৯ মৌসুমে নিজ দেশের ক্লাব বার্সাকে স্প্যানিশ লা লিগা, কোপা ডেল রে ও চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছিলেন গার্দিওলা। দ্বিতীয়বার তিনি ত্রিমুকুট জেতেন ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে। ২০২২-২৩ মৌসুমে সিটিকে স্প্যানিশ কোচ উপহার দেন ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগ।