চ্যাম্পিয়নস লিগের বর্ষসেরা একাদশে জায়গা পেলেন যারা

স্পোর্টস ডেস্ক
০২ জুন ২০২৫, ১০:৩২
শেয়ার :
চ্যাম্পিয়নস লিগের বর্ষসেরা একাদশে জায়গা পেলেন যারা

চ্যাম্পিয়নস লিগের বর্ষসেরা একাদশে জায়গা হয়েছে উসমান দেম্বেলে ও আশরাফ হাকিমির। ছবি: সংগৃহীত

ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে শিরোপার স্বাদ পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। গত শনিবার মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে ট্রফি উঁচিয়ে ধরে লুইস এনরিকের শিষ্যরা। তার পরদিন বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা।

স্বাভাবিকভাবেই চ্যাম্পিয়নস লিগের বর্ষসেরা একাদশে সবচেয়ে বেশি পিএসজির খেলোয়াড়রাই জায়গা করে নিয়েছেন। ১১ জনের মধ্যে ৭ জনই এই ক্লাবের। বাকি ৪ জনের মধ্যে একজন রানার্স আপ ইন্টার মিলানের, দুজন বার্সেলোন ও একজন আর্সেনালের। 

বর্ষসেরা একাদশে আছেন পিএসজির আক্রমণভাগের নেতা উসমান দেম্বেলে। টুর্নামেন্টের বর্ষসেরা ফুটবলারও হয়েছেন তিনি। আসরে মোট ১৫টি ম্যাচ খেলে আটটি গোল ও ছয়টি অ্যাসিস্ট করেছেন তিনি। আক্রমণভাগে তার সঙ্গে আছেন আরেক ফরাসি ফুটবলার দিজিরে দুয়ে। বর্ষসেরা উদীয়মান ফুটবলারের খেতাব জিতেছেন তিনি। ফাইনালে ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড দুটি গোল ও অ্যাসিস্ট করেছেন। সবমিলিয়ে আসরে পাঁচটি করে গোল ও অ্যাসিস্ট তার।

৪-২-৪ ফরম্যাটের এই একাদশে বাকি দুই ফরোয়ার্ড বার্সেলোনার, ব্রাজিলের রাফিনিয়া ও স্পেনের তরুণ লামিনে ইয়ামাল। মিডফিল্ডে পিএসজির ভিতিনিয়ার সঙ্গে আছেন আর্সেনালের ডেকলান রাইস। ডিফেন্ডারদের ৪ জনের ৩ জনই পিএসজির। আছেন মরক্কোর আশরাফ হাকিমি, ব্রাজিলের মার্কিনিয়োস ও পর্তুগালের নুনো মেন্দেস। অন্যজন হলেন ইন্টার মিলানের আলেস্সান্দ্রো বাস্তোনি। গোলবারে প্রত্যাশিতভাবেই আছেন পিএসজির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মা। 

২০২৪-২৫ চ্যাম্পিয়নস লিগের বর্ষসেরা একাদশ

গোলরক্ষক: জিয়ানলুইজি দোন্নারুম্মা (পিএসজি)

ডিফেন্ডার: আশরাফ হাকিমি (পিএসজি), মার্কিনিয়োস (পিএসজি), আলেস্সান্দ্রো বাস্তোনি (ইন্টার মিলান), নুনো মেন্দেস (পিএসজি)

মিডফিল্ডার: ভিতিনিয়া (পিএসজি), ডেকলান রাইস (আর্সেনাল)

ফরোয়ার্ড: লামিনে ইয়ামাল (বার্সেলোনা), দিজিরে দুয়ে (পিএসজি), উসমান দেম্বেলে (পিএসজি), রাফিনিয়া (বার্সেলোনা)