নিজের অপসারণ ও বুলবুলের নিয়োগ চ্যালেঞ্জ করে রিট ফারুকের

স্পোর্টস ডেস্ক
০১ জুন ২০২৫, ২১:৫৪
শেয়ার :
নিজের অপসারণ ও বুলবুলের নিয়োগ চ্যালেঞ্জ করে রিট ফারুকের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে সম্প্রতি সরিয়ে দেওয়া হয়েছে ফারুক আহমেদকে। সেই জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় দলের সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুলকে। তবে নিজের এই অপসারণ ও বুলবুলের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন ফারুক। 

আজ রবিবার হাইকোর্টে এই রিট দায়ের করেন ফারুক। যদিও রিটের বিস্তারিত তথ্য জানা যায়নি। আগামীকাল সোমবার এই আবেদনের শুনানি হতে পারে। 

গত বৃহস্পতিবার বিপিএল সংক্রান্ত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন এবং নয়জন বোর্ড পরিচালকের আটজনের অনাস্থা বিবেচনায় নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পরিচালক পদে ফারুকের মনোনয়ন বাতিল করে। স্বাভাবিকভাবেই সভাপতি পদে থাকার যোগ্যতা হারান ফারুক। 

পরদিন শুক্রবারই বিসিবি সভাপতির পদে বসেন আমিনুল ইসলাম বুলবুল। এনএসসি মনোনীত কাউন্সিলর হয়ে প্রথমে বিসিবির পরিচালক হন তিনি। পরে পরিচালকদের ভোটে সর্বসম্মতিক্রমে নিয়োগ পান তিনি। বিসিবির ১৭তম সভাপতি বুলবুল।