এবার ব্যালন ডি’র জিতবেন উসমান, সন্দেহ নেই এনরিকের

স্পোর্টস ডেস্ক
০১ জুন ২০২৫, ১৭:৪২
শেয়ার :
এবার ব্যালন ডি’র জিতবেন উসমান, সন্দেহ নেই এনরিকের

অনেক আরাধ্য, আকাঙ্ক্ষিত শিরোপ ঘরে গেল প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি)। ১৪ বছর আগে কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট গ্রুপ পিএসজি কেনার পরই তাদের স্বপ্ন ছিল চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়। অবশেষে গতকাল রাতে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে সেই স্বপ্ন পূরণ হয়েছে ক্লাবটির। দলের এই স্বপ্নযাত্রায় বড় অবদান ছিল ফরোয়ার্ড উসমান দেম্বেলের। তাইতো দলটির কোচ লুইস এনরিকের সাফ কথা, এবারের ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন দেম্বেলেই। 

ফাইনালে গোল পাননি দেম্বেলে, তবে জোড়া অ্যাসিস্ট করেছেন দেম্বেলে। তবে ফাইনালে লক্ষ্যভেদে ব্যর্থ হলেও চলতি মৌসুমে পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোল দেম্বেলেরেই। ৮ বার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন এই ফরোয়ার্ড। শুধু গোলই নয়, অ্যাসিস্টেও দলের মধ্যে সবার ওপরে তিনি। সবমিলিয়ে ৬টি গোলে অবদান আছে তার। 

শুধু চ্যাম্পিয়নস লিগই নয়, চলতি মৌসুমে ফরাসি লিগ ওয়ান ও ক্যোপ দে ফ্রান্স ট্রফিও জিতেছে পিএসজি। সব টুর্নামেন্টেই দেম্বেলের ছিল অসামান্য অবদান। স্বপ্নের মতো মৌসুম কাটানো দেম্বেলে ৪৯ বার মাঠে নেমে গোল করেছেন ৩৩টি। এছাড়া ১৫ বার সতীর্থদের গোলে সহায়তা করেছেন এই ফরোয়ার্ড। তাইতো লিভারপুলের মোহাম্মদ সালাহ, বার্সেলোনার লামিনে ইয়ামাল, রাফিনহার মতো তারকারা দৌঁড়ে থাকলেও ব্যালন ডি’অরের দৌঁড়ে পরিষ্কারভাবেই দেম্বেলেকে এগিয়ে রাখেন এনরিকে। 

ফাইনালের পর পিএসজির এই স্প্যানিয়ার্ড কোচ বলেছেন, ‘আমি ব্যালন ডি’অর উসমান দেম্বেলেকেই দেব। সে আজ (ফাইনাল ম্যাচে) যেভাবে দলের হয়ে রক্ষণ সামলেছে...সেটাই তার ব্যালন ডি’অর পাওয়ার কারণ হতে পারে। এভাবেই একটি দলকে নেতৃত্ব দিতে হয়। গোল, শিরোপা, নেতৃত্ব, রক্ষণ; সে যেভাবে (প্রতিপক্ষের ওপর) চাপ তৈরি করেছিল। উসমানই আমার ব্যালন ডি'অরের বাজি। কোনো সন্দেহ নেই।’