‘৯৯তম’ জয়ে চতুর্থ রাউন্ডে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
০১ জুন ২০২৫, ১৩:০৮
শেয়ার :
‘৯৯তম’ জয়ে চতুর্থ রাউন্ডে জোকোভিচ

ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন নোভাক জোকোভিচ। শনিবার রাতে প্যারিসের কোর্ট ফিলিপ শাত্রিয়ের-এ অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের ম্যাচে তিনি অস্ট্রিয়ান কোয়ালিফায়ার ফিলিপ মিসোলিচকে ৬-৩, ৬-৪, ৬-২ সেটে পরাজিত করেন।

এই জয়ের মাধ্যমে জোকোভিচ রোলাঁ গারোঁ-তে তার ৯৯তম ম্যাচ জয় অর্জন করেছেন, যা তার অস্ট্রেলিয়ান ওপেনের রেকর্ডের সমান।

এই ম্যাচটি একটি বিশেষ পরিবেশে অনুষ্ঠিত হয়, কারণ একই সময়ে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে পরাজিত করে। ম্যাচ চলাকালীন দর্শকদের উল্লাস ও চিৎকার জোকোভিচের ম্যাচে প্রভাব ফেলেছিল।

সার্বিয়ান তারকা জোকোভিচ টানা ১৬তমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন। আগামী সোমবার তিনি ব্রিটিশ খেলোয়াড় ক্যামেরন নরির বিপক্ষে খেলবেন। এই ম্যাচে জয়ী হলে জোকোভিচ রোলাঁ গারোঁ-তে তার ১০০তম ম্যাচ জয় অর্জন করবেন।

২৫তম গ্র্যান্ড স্ল্যামজয়ী ম্যাচ শেষে বলেন, ‘আমি ভালো অনুভব করছি এবং প্রতিটি ম্যাচে নিজের সেরা খেলাটি উপহার দিতে চাই।’