পিএসজির চ্যাম্পিয়নস লিগ জয়ে নেইমার-এমবাপ্পের অভিনন্দন বার্তা
প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি) ইতিহাস গড়েছে। চ্যাম্পিয়নস লিগে প্রথম শিরোপা জয়ের পাশাপাশি ট্রেবল জয়ের কীর্তিও গড়েছে ফরাসি জায়ান্টরা। মিউনিখের আলিয়াঞ্জ এরেনায় ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ইউরোপের শ্রেষ্ঠত্ব নিশ্চিত করে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।
দলের হয়ে দেজাইরে দুয়ে জোড়া গোল করেন। অন্য তিন গোল করেন আশরাফ হাকিমি, খভিচা খভারাতসখেলিয়া এবং সেনি মায়ুলু। ম্যাচ শেষে বিশ্বজুড়ে পিএসজি ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে, বাদ যাননি ক্লাবের দুই সাবেক তারকাও।
ম্যাচ শেষের এক ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রামে প্রতিক্রিয়া জানান কিলিয়ান এমবাপ্পে ও নেইমার জুনিয়র।
এমবাপ্পে লেখেন, ‘অবশেষে সেই বড় দিন এল। জয় এসেছে পুরো ক্লাবের সম্মিলিত প্রচেষ্টায়। অভিনন্দন, পিএসজি।’ নেইমার লেখেন, ‘অভিনন্দন পিএসজি’
এর আগে ২০১৭ সালে রেকর্ড ২০০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন নেইমার। পাঁচটি লিগ শিরোপাসহ মোট ১৩টি ট্রফি জিতলেও, ইউরোপিয়ান মুকুট ছোঁয়া হয়নি তার। ২০২৩ সালে তিনি সৌদি ক্লাব আল হিলাল-এ যান এবং বর্তমানে খেলছেন ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস-এ।
অন্যদিকে এমবাপ্পে ২০২৪ সালে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে প্রথম মৌসুমেই ৫১ ম্যাচে করেন ৪০ গোল ও ৪ অ্যাসিস্ট। পিএসজিতে তিনি সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (২৫৬ গোল) হলেও, চ্যাম্পিয়নস লিগ ছিল অধরাই।