বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব রিয়াল

স্পোর্টস ডেস্ক
০১ জুন ২০২৫, ০৯:৪৮
শেয়ার :
বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব রিয়াল

বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাব হিসেবে টানা চতুর্থবারের মতো ফোর্বসের তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে রিয়াল মাদ্রিদ। ক্লাবটির বর্তমান মূল্যায়ন ৬.৭৫ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের তুলনায় ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এর আগে ২০২৩-২৪ মৌসুমে রিয়াল মাদ্রিদ ১.১৩ বিলিয়ন ডলার আয় করেছে, যা কোনো ফুটবল ক্লাবের জন্য প্রথমবারের মতো ১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।

সেই মৌসুমে ক্লাবটি চ্যাম্পিয়নস লিগ জয় করে, যা তাদের আন্তর্জাতিক খ্যাতি ও বাণিজ্যিক আয়ের বৃদ্ধিতে সহায়ক হয়েছে। রিয়াল মাদ্রিদ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে শক্তিশালী বাণিজ্যিক অংশীদারিত্ব গড়ে তুলেছে, যা তাদের আয়ের একটি বড় অংশ।

সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে নবায়নকৃত ক্লাবের ম্যাচডে আয় বৃদ্ধি করেছে, বিশেষ করে টিকিট বিক্রি ও অন্যান্য ইভেন্ট আয়োজনে।

সবচেয়ে দামি ফুটবল ক্লাবের তালিকায় দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ ক্লাবটিকেও প্রায় ৬৬০ কোটি মার্কিন ডলারের ক্লাব হিসেবে মূল্যায়ন করেছে তারা। ব্যর্থতায় ভরা ২০২৩-২৪ মৌসুমে অষ্টম হয়ে প্রিমিয়ার লিগ শেষ করলেও সেবার ইউনাইটেডের আয় হয়েছে প্রায় ৮৩ কোটি ৪০ লাখ ডলার।

রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মূল্য ধরা হয়েছে ৫৬৫ কোটি ডলার। তালিকায় তৃতীয় স্থানে আছে কাতালান ক্লাবটি। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি।

এদিকে ফোর্বসের সবচেয়ে দামি ১০ ফুটবল ক্লাবের তালিকায় প্রিমিয়ার লিগের আছে ৬টি। ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল ও ম্যানচেস্টার সিটির সঙ্গে আছে আর্সেনাল, টটেনহ্যাম হটস্পার ও চেলসি। তালিকায় আরও আছে জার্মানির বায়ার্ন মিউনিখ ও ফ্রান্সের পিএসজি।