পতিদার ছাড়াও অধিনায়ক হয়েই আইপিএল ফাইনাল খেলেছেন যে ৯ জন
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুণ এক কীর্তি গড়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পতিদার। অধিনায়ক হয়েই দলকে ফাইনালে তুলেছেন তিনি। তবে শুধু পতিদারই নয়, এমন আরও ৯ ক্রিকেটার আছেন যারা আইপিএলে অধিনায়ক হয়েই দলকে তুলেছেন ফাইনালে।
১) শেন ওয়ার্ন— ২০০৮ সালে যাত্রা শুরু করেছিল আইপিএল। সেবার রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিলেন শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার এই সাবেক ক্রিকেটার দলকে ফাইনালে তুলেছিলেন। ওই আসরে চ্যাম্পিয়নও হয়েছিল রাজস্থান।
২) মহেন্দ্র সিং ধোনি— প্রথমবার থেকে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ২০০৮ সালে তিনিও চেন্নাইকে ফাইনালে তুলেছিলেন। তবে রাজস্থানের কাছে হারতে হয় বিশ্বকাপজয়ী এই অধিনায়ককে। পরে অবশ্য পাঁচবার চেন্নাইকে শিরোপা জেতান তিনি।
৩) অনিল কুম্বলে— ২০০৯ সালে আইপিএলের মাঝপথে কেভিন পিটারসেনের কাছ থেকে বেঙ্গালুরুর অধিনায়কের দায়িত্ব নেন কুম্বলে। প্রথমবারই দলকে ফাইনালে তোলেন ভারতের এই সাবেক অধিনায়ক। যদিও ফাইনালে ডেকান চার্জার্সের কাছে হারতে হয় কুম্বলের বেঙ্গালুরুকে।
৪) ড্যানিয়েল ভেট্টোরি— ২০১১ সালে কুম্বলেকে সরিয়ে ভেট্টোরিকে বেঙ্গালুরুর অধিনায়ক করা হয়। সেবার বেঙ্গালুরুকে আবারও ফাইনালে তোলেন ভেট্টোরি। তবে কুম্বলের মতো হারতে হয় তাকেও। সেবার চেন্নাইয়ের কাছে শিরোপা হারায় বেঙ্গালুরু।
৫) রোহিত শর্মা— ২০১৩ সালে আইপিএলের মাঝপথে রিকি পন্টিংকে সরিয়ে রোহিতকে অধিনায়ক করে মুম্বাই। প্রথমবারই দলকে ফাইনালে তোলেন রোহিত। চ্যাম্পিয়নও করেন। তার পর আরও চারবার রোহিতের অধিনায়কত্বে আইপিএল জেতে মুম্বাই।
৬) জর্জ বেইলি— ২০১৪ সালে পঞ্জাব কিংসের অধিনায়ক করা হয় বেইলিকে। প্রথমবারই দলকে ফাইনালে তোলেন বেইলি। কিন্তু ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের কাছে হারতে হয় পঞ্জাবকে।
৭) কেন উইলিয়ামসন— ২০১৮ সালে ডেভিড ওয়ার্নার নির্বাসিত থাকায় উইলিয়ামসনকে অধিনায়ক করে সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমবারই দলকে ফাইনালে তোলেন নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক। কিন্তু ফাইনালে চেন্নাইয়ের কাছে হারে হায়দরাবাদ।
৮) হার্দিক পান্ডিয়া— ২০২২ সালে আইপিএলে যাত্রা শুরু করে গুজরাট টাইটানস। অধিনায়ক হন হার্দিক পান্ডিয়া। প্রথমবারই দলকে ফাইনালে তোলেন ও শিরোপা জেতান তিনি। পরের মৌসুমেও ফাইনাল খেলে গুজরাট। যদিও হারতে হয় চেন্নাইয়ের কাছে।
৯) প্যাট কামিন্স— ২০২৪ সালে কামিন্সকে অধিনায়ক করে হায়দরাবাদ। প্রথমবার দলকে ফাইনালে তোলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক। ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের কাছে হারতে হয় হায়দরাবাদকে।
১০) রজত পতিদার— চলতি মৌসুমে বেঙ্গালুরুর দায়িত্ব দেওয়া হয় অপেক্ষাকৃত স্বল্প পরিচিত রজত পতিদারকে। দায়িত্ব পেয়েই ৯ বছর পর বেঙ্গালুরুকে ফাইনালে তোলেন এই ব্যাটার। আগামী ৩ জুন ফাইনালে মুম্বাই বা পাঞ্জাবের মুখোমুখি হবে বেঙ্গালুরু।