বিসিবি থেকে ফারুককে অপসারণের কারণ জানালেন আসিফ মাহমুদ

স্পোর্টস ডেস্ক
৩১ মে ২০২৫, ২০:০৫
শেয়ার :
বিসিবি থেকে ফারুককে অপসারণের কারণ জানালেন আসিফ মাহমুদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপন যুগ শেষ হওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদ (এসএসসি) মনোনীত কাউন্সিলর হয়ে পরে বিসিবি সভাপতি হন ফারুক আহমেদ। তবে দায়িত্ব নেওয়ার ৯ মাস পরই অপসারিত হয়েছেন তিনি। সেই এনএসসিই গত বৃহস্পতিবার কাউন্সিলর হিসেবে ফারুকের মনোনয়ন বাতিল করে। সেখানেই কার্যত শেষ হয়ে যায় সভাপতি হিসেবে ফারুক অধ্যায়। 

এসব ঘটনাপ্রবাহের আগে ফারুককে বাসায় ডেকে নেতৃত্বে পরিবর্তন আনার কথা বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ফারুককে পদত্যাগ করতে বলা হলেও পদ আঁকড়ে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পরে পদ হারানোয় আইসিসির দ্বারস্থ হওয়ার ঘোষণাও দিয়েছিলেন ফারুক। এরপরই একটা প্রশ্ন সবার মনে দানা বাঁধে, বাংলাদেশ কি আইসিসির নিষেধাজ্ঞার খড়গে পড়বে।

ফারুককে কেন সরানো হয়েছে, এ প্রসঙ্গে পরিষ্কার বার্তায় আসিফ মাহমুদ বলেন, ‘ক্রিকেট বোর্ডের কর্মকাণ্ডে শৃঙ্খলা ফেরানো এবং বিপিএলের অব্যবস্থাপনার দায়ে ফারুক আহমেদকে সরানো হয়েছে। এটি আইসিসির বিধান মেনেই করা হয়েছে। তাই বিসিবির ওপর নিষেধাজ্ঞার কোনো সম্ভাবনা নেই।’

আজ শনিবার বিকেলে ফারুকের অপসারণ বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, ‘প্রথমত যেটা হচ্ছে, এটা কোনো শাস্তি বা এ রকম কিছু না। আমরা দেখেছি বিগত ৯ মাসে বিসিবিতে নতুন নেতৃত্ব আসার পর ক্রিকেটে যে প্রত্যাশা ছিল আমাদের, সেই প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন আমরা দেখিনি। সরকার আসার পর বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে এল। তারপর থেকে আমরা ক্রম অবনতি দেখছি। খুবই দুঃখজনক, যে প্রত্যাশা নিয়ে নতুন নেতৃত্ব এসেছিল…। আমি তো স্পোর্টসের মানুষ না। আমি দশজনের সঙ্গে কথা বলে যাকে এবং সবাই যার কথা বলেছে যে, তিনি ভালো চালাতে পারবেন, তাকেই বোর্ডের বাকি সদস্যরা নির্বাচিত করেছিলেন। কিন্তু বিগত সময়ে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, বিপিএল থেকে শুরু করে সর্বোপরি বাংলাদেশের ক্রিকেটের, আমাদেরকে বিচার করতে হবে পারফরম্যান্স দিয়ে। সেই পারফরম্যান্স আশানুরূপ না।’

প্রসঙ্গত, ফারুকের বিদায়ের পর বিসিবির ১৭তম সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। তিনিও এসএসসির কাউন্সিলর হিসেবে অনুমোদন পাওয়ার পর বিসিবির পরিচালক হন। এরপর নিয়ম মেনেই বিসিবির সভাপতি বানানো হয় তাকে।