বিসিবিতে ফারুকের অপসারণের পর মুখ খুললেন হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক
৩১ মে ২০২৫, ১৮:০২
শেয়ার :
বিসিবিতে ফারুকের অপসারণের পর মুখ খুললেন হাথুরুসিংহে

রাসেল ডমিঙ্গো চলে যাওয়ার পর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় মেয়াদে কোচ হিসেবে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তার সঙ্গে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত চুক্তি ছিল বিসিবির। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে বরখাস্ত করা হয়। গত বছরের অক্টোবরে দেশ ছাড়তে হয় এই লংকান কোচকে। 

হাথুরুসিংহে যখন বরখাস্ত হন, তখন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। হাথুরুসিংহেকে বরখাস্ত করা হয়েছিল ক্রিকেটার নাসুম আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে। তবে বরাবরই অভিযোগ অস্বীকার করেছেন সাবেক এই কোচ। তাকে নিয়ম মেনে দায়িত্ব থেকে সরানো হয়নি বলেও অভিযোগ ছিল তার। এবার ফারুককে বিসিবি থেকে অপসারণের পর মুখ খুলেছেন হাথুরুসিংহে। 

সামাজিক যোগাযোগমাধ্যম লিংকড ইন-এ দেওয়া এক পোস্টে হাথুরুসিংহে বলেন, ‘আমি সাধারণত আমার কাজকেই আমার পক্ষে কথা বলতে দেই। তবে, বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক কিছু ঘটনায় আবারও আমার নাম আলোচনায় এনেছে। এই ইএসপিএন ক্রিকইনফো'র প্রতিবেদন অনুযায়ী, বিসিবি সভাপতির অপসারণের পেছনে অন্যতম একটি কারণ ছিল আমাকে যেভাবে বরখাস্ত করা হয়েছে, সেই পদ্ধতি- বোর্ডের সঙ্গে যথাযথ পরামর্শ ছাড়াই। স্বচ্ছতা, প্রক্রিয়া ও সম্মান- মাঠে এবং মাঠের বাইরে।’

শ্রীলংকা সাবেক ক্রিকেটার হাথুরুসিংহের বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হিসেবে এটা ছিল দ্বিতীয় অধ্যায়। এর আগে প্রথমবার বাংলাদেশের কোচের দায়িত্বে ছিলেন ২০১৪ সালের মে থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত। তবে সেবার হাথুরুসিংহে নিজেই কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে তিনি ই–মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। সেবার হাথুরুর সঙ্গে চুক্তি ছিল ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। বাংলাদেশের দায়িত্ব ছেড়ে দেওয়ার মাসখানেক পরই শ্রীলংকা ক্রিকেট দলের কোচ হিসেবে যোগ দিয়েছিলেন হাথুরুসিংহে।