মুম্বাইয়ের বাসার দামের মতোই দামি বুমরাহ, বললেন পান্ডিয়া

স্পোর্টস ডেস্ক
৩১ মে ২০২৫, ১৭:১২
শেয়ার :
মুম্বাইয়ের বাসার দামের মতোই দামি বুমরাহ, বললেন পান্ডিয়া

ভারতের শহরগুলোর মধ্যে বাসাভাড়ার হিসেবে সবচেয়ে ওপরে নাম মুম্বাই শহরের। আইপিএলে সেখানকার ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ানসের পেসার জাসপ্রিত বুমরাহর চড়া মূল্য বোঝাতে মুম্বাইয়ের বাসা ভাড়ার উচ্চমূল্যের প্রসঙ্গ টানলেন দলটির অধিনায়ক হার্দিক পান্ডিয়া। 

গতকাল শুক্রবার এলিমিনেটর ম্যাচে গুজরাট টাইটানসকে ২০ রানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করে মুম্বাই। দলটির দুর্দান্ত এই জয়ে বিশাল অবদান বুমরাহর। ৪৩৬ রানের টি-টোয়েন্টি ম্যাচে ৪ ওভারে বুমরাহ খরচ করেছেন মাত্র ২৭ রান। গুরুত্বপূর্ণ সময়ে তুলে নেন ওয়াশিংটন সুন্দরের উইকেট। ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল সেই মুহূর্তটি। 

বুমরাহকে কখন ব্যবহার করেন, এমন প্রশ্নে হার্দিকের সোজাসাপ্টা জবাব, ‘এটা খুবই সহজ। যখনই মনে করি, খেলা হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তাকে (বুমরাহ) নিয়ে আসি। যখন আপনার কাছে এমন কিছু থাকবে, তখন সেটা বিলাসিতা। সে মুম্বাইয়ের বাসা-বাড়ির মতো, এতটাই ব্যয়বহুল।’

মুম্বাই অধিনায়ক আরও বলেন, ‘আমি শুধু স্কোরবোর্ড দেখছিলাম এবং ভাবছিলাম যদি আমরা শেষ পর্যন্ত আমরা আমাদের হাতে অতিরিক্ত কিছু রান ধরে রাখতে পারি, তাহলে আমাদের বোলাররা তাদের কাজটি করে দিতে পারবেন। জ্যাসির (বুমরাহ) করা সেই ওভার (১৮তম ওভার) খুব গুরুত্বপূর্ণ ছিল, তাতে ব্যবধান আরও দীর্ঘ হয়।’

আগামীকাল রবিবার দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলবে মুম্বাই। আহমেদাবাদের সেই ম্যাচে জিততে পারলেই ফাইনালে আগামী ৩ জুন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে হার্দিক পান্ডিয়ার দল।