ইন্টারের চতুর্থ, নাকি পিএসজির প্রথম

স্পোর্টস ডেস্ক
৩১ মে ২০২৫, ১৩:২০
শেয়ার :
ইন্টারের চতুর্থ, নাকি পিএসজির প্রথম

আর মাত্র একটি ম্যাচেই শিরোপা ঠিক করে দেবে নতুন মোড়কের উয়েফা চ্যাম্পিয়নস লিগ। আজ বায়ার্ন মিউনিখের মাঠ অ্যালিয়েঞ্জ এরিনায় বহুল প্রতীক্ষিত ম্যাচ। ফাইনাল মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও ইন্টার মিলান। এই ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে আকর্ষণ।

ফাইনাল ঠিকঠাক আয়োজন করতে সম্ভাব্য সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে স্থানীয় প্রশাসন। অপ্রীতিকর কিছু এড়াতে প্যারিসেও প্রায় সাড়ে ৫ হাজার পুলিশ মোতায়েন করা হচ্ছে। মিলানেও বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উয়েফার মৌলিক ক্লাব টুর্নামেন্ট তিনটি। এই মৌসুমে ইউরোপা লিগের চ্যাম্পিয়নস হয়েছে টটেনহাম হটস্পার। কনফারেনস লিগের ট্রফিও গেছে ইংল্যান্ডে। ইউরোপের নতুন ক্লাব টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে ইংলিশ ক্লাব চেলসি শিরোপা জয়ের বৃত্তপূরণ করেছে। কনফারেনস লিগ এবং ইউরোপা লিগ দুই ফাইনালের আগেই চার দলের সমর্থকরা সংঘর্ষে জড়িয়েছে। আজ তেমন কিছুর যেন পুনরাবৃত্তি না হয় সেটির বন্দোবস্ত করে রাখতে চায় প্রশাসন।

এদিকে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল ঘিরে বাইরেই বেশি উত্তাপ ছড়াচ্ছে। মাঠের ভেতরেও রেণু ছড়ানো উত্তজনার আশা নিখাদ ফুটবলপ্রেমীদের। সম্ভাব্য সেরা দুটি দলই ফাইনালে উঠেছে। শিরোপা লড়াইয়ের মঞ্চের টিকিট কাটতে পিএসজি এবং ইন্টার মিলান দুই দলকেই বেশ কাঠখড় পোড়াতে হয়েছে। স্বপ্নপূরণ থেকে কেবল একটা জয় দূরে তারা।

ইন্টার মিলান অবশ্য এই ট্রফির স্বাদ আগেও তিনবার পেয়েছে। কিন্তু অধরা হয়ে আছে পিএসজির জন্য। ২০২০ সালে তো শিরোপা হাতছোঁয়া দূরত্বে রেখে এসেছে প্যারিসিয়ানরা। বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরেছে তারা। এটা হতে যাচ্ছে ক্লাবের ইতিহাসে দ্বিতীয় ফাইনাল। এই একটা শিরোপা জয়ের জন্য গত কয়েক বছরে কী না করেছে পিএসজি! কাঁড়ি কাঁড়ি অর্থ খরচ করে জ্লাতান ইব্রাহিমোভিচ, রোনালদিনহো, ডেভিড বেকহ্যাম, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমার জুনিয়রের মতো বড় তারকাদের দলে টেনেছে। শেষ তিনজন তো একসঙ্গেই খেলেছিলেন। কিন্তু পিএসজির স্বপ্নপূরণ করতে পারেননি।

সময়ের বিবর্তনে মেসি, নেইমার এবং এমবাপ্পে তিনজনই প্যারিস ছেড়ে গেছেন। তাদের প্রস্থানে লাইম লাইটের আলোয় চলে এসেছেন উসমান ডেম্বেলে। বলতে গেলে মৌসুমের বেশির ভাগ সময়েই পিএসজির ঘানি টেনেছেন ফরাসি ফরোয়ার্ড। পারফর্ম করেছেন তার সতীর্থরাও। সব মিলিয়ে মৌসুমজুড়ে একটা দল হয়েই খেলেছে প্যারিসিয়ানরা। খেলোয়াড়দের একই সুতোয় গাঁথার প্রয়াস চালিয়েছেন ট্রেবলজয়ী বার্সেলোনার প্রাক্তন কোচ লুইস এনরিকে।

স্প্যানিশ কোচের সামনে আরও একবার ত্রিমুকুট জয়ের সুযোগ। ইন্টার মিলান কিংবা তাদের কোচ সিমন ইনজাঘির অবশ্য তেমন সুযোগ নেই। চ্যাম্পিয়নস লিগ জয়ের আশায় ইতালিয়ান সিরিএ লিগ নিয়ে তাদের মনোযোগ একটু হলেও সরে গিয়েছিল। এক পয়েন্টের ব্যবধানে লিগ রানার্সআপ হতে হয়েছে তাদের। অবশ্য সিরিএ লিগ তো গত বছরও জিতেছিল ইতালিয়ান ক্লাবটি। তাই এবার চ্যাম্পিয়নস লিগ ট্রফিই তাদের মূল লক্ষ্য। ২০২৩ সালেও ফাইনালে উঠেছিল দলটি। কিন্তু ম্যানচেস্টার সিটির কাছে স্বপ্ন জমা দিয়ে এসেছে তারা। এর আগে ১৯৬৭ ও ১৯৭২ সালে ফাইনালে হেরেছিল ইন্টার মিলান।

তার আগেই তিনবার ট্রফি জেতে ইন্টার। ব্যাক টু ব্যাক ১৯৬৪ ও ১৯৬৫ এবং ২০১০ সালে। তৃতীয় শিরোপার জন্য ইতালিয়ান জায়ান্টদের অপেক্ষা করতে হয়েছে ৪৫ বছর! ১০ সালে হোসে মরিনহোর অধীনে ঐতিহাসিক ট্রেবল জয়ের ইতিহাস গড়ে ইন্টার মিলান। তাদের সামনে এখন দেড় দশকের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন।