গুজরাটকে বিদায় করে ফাইনালের আশা বাঁচাল মুম্বাই
গুজরাট টাইটান্সকে এলিমিনেটর ম্যাচে ২০ রানে পরাজিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এ জয়ে আইপিএলের কোয়ালিফায়ার-২ তে উঠেছে দলটি। এখন তারা ফাইনালে ওঠার জন্য পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাই ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৮ রান তোলে। রোহিত শর্মা ৪৫ বলে ৮১ ও জনি বেয়ারস্টো ২৮ বলে ৪৭ রান করেন। এছাড়া তিলক ভার্মা ১৮ বলে ৩৬ রান করেন।
গুজরাটের হয়ে মোহাম্মদ শামি ২টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে গুজরাট ২০ ওভারে ২০৮ রান তুলতেই থেমে যায়। সাই সুদর্শন ৪৯ বলে ৮০ রান করেন। ২৪ বলে ৪৮ রান করেন ওয়াশিংটন সুন্দর।
মুম্বাইয়ের হয়ে ট্রেন্ট বোল্ট ২টি উইকেট নেন।
এখন মুম্বাই ইন্ডিয়ান্স মুখোমুখি হবে কোয়ালিফায়ার-১-এ পরাজিত পাঞ্জাব কিংসের সঙ্গে। সেই ম্যাচে জয়ী দল পাবে ফাইনালের টিকিট, যেখানে প্রতিপক্ষ হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।