ইউনাইটেড ছাড়ার দ্বারপ্রান্তে ফের্নান্দেস, কোথায় যোগ দেবেন

স্পোর্টস ডেস্ক
৩০ মে ২০২৫, ১৬:৫৭
শেয়ার :
ইউনাইটেড ছাড়ার দ্বারপ্রান্তে ফের্নান্দেস, কোথায় যোগ দেবেন

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার দ্বারপ্রান্তে আছেন ব্রুনো ফের্নান্দেস। বিবিসির খবর, ইউনাইটেড ছেড়ে আগামী সপ্তাহে সৌদি প্রো-লিগ ক্লাব আল-হিলালে যোগ দেওয়ার লোভনীয় প্রস্তাবটি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন ফের্নাান্দেস। 

বিবিসির খবরে বলা হয়েছে, ফের্নান্দেসের প্রতিনিধিরা গত কয়েকদিনে আল-হিলাল কর্মকর্তাদের সাথে দেখা করেছেন। ৩০ বছর বয়সী এই খেলোয়াড়কে আসন্ন ক্লাব বিশ্বকাপে খেলাতে চাইছে আল-হিলাল। এদিকে নিজের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত করে এখনো কিছু বলেননি ফের্নান্দেস। এর ফলে, কেউ কেউ ভাবছেন, ক্লাব ছাড়তে প্রস্তুত তিনি। 

যদিও ফের্নান্দেসের ক্লাব ছাড়ার বিষয়টি নিয়ে সবাইকে শান্ত থাকতে বলেছে ইউনাইটেড। এর আগে, ক্লাবটির প্রধান কোচ রুবেন আমোরিম বলেছিলেন, ফের্নান্দেসকে চান তিনি। চলতি মাসের শুরুতেই চতুর্থবারের মতো ক্লাবের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। 

ক্লাব বিশ্বকাপের আগে আল-হিলাল ফের্নান্দেসের সঙ্গে চুক্তি সারতে আগ্রহী। সেখানে তারা গ্রুপপর্বে রিয়াল মাদ্রিদ, রেড বুল সালজবার্গ এবং মেক্সিকান দল পাচুকার মুখোমুখি হবে।

গত বছরের আগস্টে ফের্নান্দেস ইউনাইটেডের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি বাড়ান। সুযোগ ছিল আরও এক বছর থাকার। ইউনাইটেডের সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড়দের একজন তিনি। সৌদি প্রস্তাবটি গ্রহণ করলে অবশ্য তার আয় দ্বিগুণেরও বেশি হবে।

সদ্য শেষ হওয়া মৌসুমে ১৯ গোল করে ইউনাইটেডের সর্বোচ্চ গোলদাতা তিনি। অনেকেই মনে করেন, তিনি না থাকলে ইংলিশ প্রিমিয়ার লিগে অবনমনের ঝুঁকিতে থাকত ইউনাইটেড। ২০২০ সালের জানুয়ারিতে স্পোটিং থেকে ৪৭ মিলিয়ন পাউন্ডে ইউনাইটেডে পাড়ি জমিয়েছিলেন ফের্নান্দেস। এখনো পর্যন্ত ক্লাবটির হয়ে ২৯০ ম্যাচে ৯৮ গোল করেন এই পর্তুগিজ।