বেঙ্গালুরু ফাইনাল না জিতলে স্বামীকে তালাক দেবেন এই নারী
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শুরুর আসর, অর্থাৎ ২০০৮ সাল থেকে খেললেও এখনো শিরোপা জিততে পারেনি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অথচ, দলটিতে ক্রিস গেইল, এবিডি ভিলিয়ার্সদের মতো তারকারা খেলে গেছেন, শুরুর আসর থেকে এখনো খেলছেন বিরাট কোহলি।
১৮ আসরের যাত্রায় এবারসহ চারবার ফাইনালে উঠেছে বেঙ্গালুরু। এর মধ্যে ২০১৬ সালের পর এই প্রথম ফাইনালের স্বাদ পেল দলটি। মুল্যানপুর স্টেডিয়ামে গতকাল পাঞ্জাব কিংসকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করেন বিরাট কোহলিরা। আর মাত্র একটি ম্যাচ, সেই ম্যাচে জিতলেই প্রথমবারের মতো শিরোপার স্বাদ পাবে দলটি।
আইপিএলের সবগুলো আসর খেলেও বেঙ্গালুরুর শিরোপা জিততে না পারা মানতে পারেন না অনেকে। তবে সাফল্য না পেলেও আরসিবির ভক্ত-সমর্থক প্রচুর। ক্রমাগত ব্যর্থতার পরও দলের প্রতি সমর্থন হারাননি তারা। তেমনই এক পাঁড় ভক্তের দেখা মিলেছে স্টেডিয়ামে।
মুল্যানপুরের স্ট্যান্ডে দাঁড়িয়ে উঁচু করে প্লাকার্ড ধরে দাঁড়াতে দেখা গেছে এক অল্প বয়সী নারীকে। সেই প্লাকার্ডে হিন্দিতে লেখা ছিল, আরসিবি শিরোপা না জিতলে তিনি তার স্বামীকে তালাক দেবেন। তার সেই ছবিটি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি।