দুর্বৃত্তদের হুমকির পরও শৈশবের ক্লাবে দি মারিয়া
মাত্র চার বছর বয়সেই আর্জেন্টাইন ক্লাব রোজারিও সেন্ত্রালে পা রেখেছিলেন আনহেল দি মারিয়া। এরপর একাডেমি ও যুব দল হয়ে ১৭ বছর বয়সে এই ক্লাবের হয়েই পেশাদার ফুটবলে অভিষেক হয় বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইনের। দুই বছর ক্লাবটিতে খেলে ২০০৭ সালে ইউরোপে পাড়ি জমান দি মারিয়া। দীর্ঘ ১৮ বছর ইউরোপে খেলা পর আবারও শৈশবের ক্লাবে ফিরছেন তিনি।
যদিও রোজিরিও সেন্ত্রালে দি মারিয়ার ফেরার কথা ছিল গত বছরই। তবে তখন শহরে মাদক-সংক্রান্ত সংঘর্ষ ও অপরাধের মাত্রা বেড়ে যাওয়ায় পরিবারের প্রতি হুমকির কথা ভেবে ভাবনা বাদ দিয়েছিলেন তিনি। এবার সেসব হুমকি মাথায় রেখেও প্রিয় ক্লাবে ফিরলেন এই মিডফিল্ডার।
সামাজিক যোগাযোগমাধ্যমে দি মারিয়াকে নিয়ে দেওয়া এক পোস্টে রোজারিও সেন্ত্রাল লিখেছে, ‘একসঙ্গে আমাদের ইতিহাসে আরও পাতা আছে লেখার জন্য। ঘরে স্বাগত…।’ এরপর তার চুক্তি স্বাক্ষর করার একটি ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘একটি কাগজ, একটি স্বাক্ষর... যেখানে সব শুরু হয়েছিল, সেখানেই আরেকবার শুরু…।’
ইউরোপে দি মারিয়ার প্রথম ক্লাব ছিল বেনফিকা। পর্তুগিজ এই ক্লাবটির সঙ্গে সম্পর্ক চুকানোর পর খেলেছেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি, জুভেন্টাসের মতো ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে। ২০২৩ সালে আবারও ইউরোপ শুরুর ক্লাব বেনফিকায় যোগ দেন দি মারিয়া। সেখানে ২ বছর কাটিয়ে এবার যোগ দিলেন শৈশবের ক্লাবে।
ইউরোপে ১৮ বছরের দীর্ঘ যাত্রায় ৩০টি ট্রফি জিতেছেন দি মারিয়া। এর মধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপসহ ৬টি ট্রফি, পিএসজির হয়ে ৫টি লিগ শিরোপাসহ ১৯ ট্রফি রয়েছে। আর্জেন্টিনা জাতীয় দলেরও অপরিহার্য সদস্য ছিলেন তিনি। জিতেছেন বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও ফিনালিসিমা।