কাউন্সিলর হিসেবে আমিনুলের অনুমোদন, বিসিবি সভাপতি কখন হচ্ছেন
নাজমুল হাসান পাপন যুগ শেষ হওয়ার নয় মাসের মাথায় আবারও পরিবর্তনের হাওয়া লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। গতকাল বৃহস্পতিবার রাতেই বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তার আগেই জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির কাউন্সিলরের চিঠি দেয় এনএসসি। পরে তার কাউন্সিলরশিপ অনুমোদন করেন ক্রিকেট বোর্ডের পরিচালকেরা।
আজ বিকেলে অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালনা পর্ষদের সভা। সেখানে বুলবুলকে বোর্ড সভাপতি হিসেবে নির্বাচিত করা হতে পারে। তার আগে অবশ্য আমিনুলকে এনএসসি মনোনীত বোর্ড পরিচালক ঘোষণা করা হবে। আগামী অক্টোবরে হতে যাচ্ছে বিসিবির নির্বাচন। তাই সভাপতি হলে বুলবুলের মেয়াদ হবে ৪ মাস।
বিসিবি সভাপতির পদ নিয়ে গত কয়েকদিন ধরেই চলছে নানা গুঞ্জন। বাতাসে ভেসে বেড়াচ্ছিল, ফারুক আহমেদের জায়গায় বসতে যাচ্ছেন বুলবুল। গতকাল ফারুক জানিয়েছিলেন, তাকে বিসিবি সভাপতি হিসেবে সরকার আর দেখতে চায় না। তবে তিনিও পদত্যাগ না করার কথা গণমাধ্যমকে জানান।
ফারুক বিসিবিতে এসেছিলেন এসএসসি মনোনীত কাউন্সিলর হিসেবে। সেই এনএসসিরই ৮ পরিচালক গতকাল রাতে ফারুকের ওপর অনাস্থা এনে সংস্থাটিতে চিঠি দেন। তার পরেই বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করে এনএসসি।