টেস্ট ব্যাটিংয়ের শীর্ষেই রুট

স্পোর্টস ডেস্ক
২৯ মে ২০২৫, ০৯:৪৭
শেয়ার :
টেস্ট ব্যাটিংয়ের শীর্ষেই রুট

আইসিসি টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। তার রেটিং পয়েন্ট ৮৮৮, যা তাকে দ্বিতীয় স্থানে থাকা সতীর্থ হ্যারি ব্রুকের (৮৭৩) চেয়ে ১৫ পয়েন্টে এগিয়ে রেখেছে।

তবে রুটের শীর্ষস্থান কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছে, কারণ হ্যারি ব্রুক সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন। নটিংহ্যামে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ব্রুকের ৫৮ রানের ইনিংস তাকে রুটের কাছাকাছি নিয়ে এসেছে।

রুট ২০২১ সালে আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হন এবং বর্তমানে ১৮টি সেঞ্চুরিসহ ৫,৫৪৩ রান নিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ রান সংগ্রাহক।

র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে সেঞ্চুরি করা অলিভার পোপ, বেন ডাকেট ও জ্যাক ক্রলি। যেখানে ডাকেট দুই ধাপ এগিয়ে ১৩তম, পোপ ছয় ধাপ এগিয়ে ২২তম ও ক্রলি আট ধাপ এগিয়ে ৩৩তম স্থানে আছেন।

টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে কোনো পরিবর্তন আসেনি। বোলারদের র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে শোয়েব বাশিরের। ১৪ ধাপ এগিয়ে ৪৩তম স্থানে আছেন ইংলিশ অফ স্পিনার। ট্রেন্ট ব্রিজ টেস্টে তিনি নেন ৯ উইকেট।

ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ এই তালিকায় আগের মতো শীর্ষে আছেন। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে চূড়ায় যথারীতি দেশটির রবীন্দ্রা জাদেজা।

এদিকে আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের ১-১ ড্র হওয়া ওয়ানডে সিরিজের প্রতিফলনও পড়েছে র‍্যাঙ্কিংয়ে। পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করে ২০ ধাপ এগিয়ে ১৬তম স্থানে আছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান কেসি কার্টি।

ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শুভমান গিল, বোলারদের তালিকায় মাহিশ থিকশানা ও অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে আজমাতউল্লাহ ওমারজাই যথারীতি শীর্ষে আছেন।