শেষ মুহূর্তে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান দলে পরিবর্তন
বাংলাদেশের বিপক্ষে আজ বুধবার রাতেই মাঠে নামছে পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। তবে শেষ সময়ে এসে স্কোয়াডে একটি পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
গতকাল দেওয়া এক বিবৃতিতে পিসিবি জানায়, ইনজুরির কারণে বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। সদ্য শেষ হওয়া পিএসএলের সময় চোট পেয়েছেন তিনি। সেখান থেকে আর সুস্থ হতে পারেননি তারা।
এদিকে, ওয়াসিমের পরিবর্তে আরেক বোলার আব্বাস আফ্রিদিকে দলে ভিড়িয়েছে পাকিস্তান। এবারের পিএসএলে ১১ ম্যাচে ২৩.৫২ গড়ে ১৭ উইকেট নিয়েছেন তিনি। হয়েছেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী। আব্বাস পাকিস্তানের জার্সিতে এখন পর্যন্ত ২০টি টি-টোয়েন্টি খেলেছেন। সংক্ষিপ্ত ক্যারিয়ারে এরই মধ্যে ৩৩ উইকেট নিয়েছেন তিনি।
বাংলাদেশ সিরিজে পাকিস্তান দল: সালমান আলী আগা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, আব্বাস আফ্রিদি, মুহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাহেবজাদা ফারহান এবং সাইম আইয়ুব।
পাকিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের সময়সূচী:
২৮ মে – ১ম টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
৩০ মে – ২য় টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
১ জুন – ৩য় টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর