রশিদের মাইলফলক ম্যাচে একদিন আগেই একাদশ ঘোষণা ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
২৮ মে ২০২৫, ১৭:২২
শেয়ার :
রশিদের মাইলফলক ম্যাচে একদিন আগেই একাদশ ঘোষণা ইংল্যান্ডের

সাদা বলে দীর্ঘদিন ধরেই ইংল্যান্ড দলের এক নম্বর স্পিনার আদিল রশিদ। দেখতে দেখতে দেড় শ’টি ওয়ানডে ম্যাচ খেলার দেরগোড়ায় এই লেগ স্পিনার। আগামীকাল বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই মাইলফলক স্পর্শ করবেন তিনি। 

রশিদের মাইলফলক স্পর্শ করার ম্যাচে একদিন আগেই একাদশ ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। এজবাস্টনে ক্যারিবীয়দের বিপক্ষে শুরু হতে যাওয়া এই ওয়ানডেতে যথারীতি অধিনায়কত্ব করবেন হ্যারি ব্রুক। আন্তর্জাতিক ক্রিকেটে আবারও ফিরেছেন অলরাউন্ডার জ্যাকব বেথেল। সবচেয়ে বড় খবর, বেন ডাকেটের সঙ্গে ওপেনিংয়ে নামছেন জেমি স্মিথ। 

সম্প্রতি আইপিএল খেলা একাধিক তারকাকেও একাদশে রেখেছে ইংল্যান্ড। এদের মধ্যে আছেন জস বাটলার (গুজরাট টাইটানস), জ্যাকব বেথেল (রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), উইল জ্যাকস (মুম্বাই ইন্ডিয়ানস) ও জেমি ওভারটন (চেন্নাই সুপার কিংস)

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ইংল্যান্ড একাদশ

বেন ডাকেট, জেমি স্মিথ, জো রুট, হ্যারি ব্রুক (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), জ্যাকব বেথেল, উইল জ্যাকস, জেমি ওভারটন, ব্রাইডন কার্স, সাকিব মাহমুদ ও আদিল রশিদ।